মুম্বই: নিউজিল্যান্ড সফরে টেস্ট ও একদিনের সিরিজের দল ঘোষণা স্থগিত রেখে শুধু টি-২০ সিরিজের দল ঘোষণা করা হল। প্রত্যাশিতভাবেই দলে ফিরলেন সহ-অধিনায়ক রোহিত শর্মা ও পেসার মহম্মদ শামি। বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। রোহিত ছাড়াও দলে আছেন অপর দুই ওপেনার শিখর ধবন ও লোকেশ রাহুল।

নিউজিল্যান্ড সফরের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। নিউজিল্যান্ডে ২৪ তারিখ থেকে শুরু হবে টি-২০ সিরিজ। পাঁচটি টি-২০ ম্যাচের পর তিনটি একদিনের ম্যাচ খেলবেন। এরপর তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে দু’টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল।

বিসিসিআই সূত্রে খবর, হার্দিক পাণ্ড্য ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়াতেই টেস্ট ও একদিনের সিরিজের দল ঘোষণা করা হয়নি। এই অলরাউন্ডারকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ফিটনেসের প্রমাণ দিতে হবে। তিনি ফিট হলে তবেই জাতীয় দলে সুযোগ পেতে পারেন।

টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধবন, শ্রেয়াস আয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি, রবীন্দ্র জাডেজা ও শার্দুল ঠাকুর।