বেঙ্গালুরু : ভারতের অনূর্ধ্ব ১৯ দলের প্রশিক্ষণ শিবিরে রোহিত শর্মা। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষণ শিবিরে অনূর্ধ্ব ১৯ দলের সদস্যদের উজ্জীবিত করেন রোহিত। দেন কিছু "অমূল্য পাঠ"। তরুণ খেলোয়াড়দের সঙ্গে হিটম্যানের কাটানো ওই মুহূর্তের ছবি ট্যুইটারে শেয়ার করেছে বিসিসিআই। 


কিছুদিন আগেই বিরাট কোহলিকে সরিয়ে দিয়ে পাকাপাকিভাবে রোহিত শর্মাকে টি২০-র পাশাপাশি ভারতীয় ওডিআই দলেরও অধিনায়ক করা হয়েছে। এদিকে, সোমবারই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রোহিত শর্মা। রোহিতের এক ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে যে, তারকা ব্যাটার রোহিতের হাতে কিছু সমস্যা রয়েছে। মেডিক্যাল টিম তা মেটানোর চেষ্টা করছে। 


রোহিতের পরিবর্তে টেস্টে জায়গা করে নিয়েছে প্রিয়ঙ্ক পাঞ্চাল। এদিকে বিরাট-নেতৃত্বাধীন স্কোয়াড এই মুহূর্তে জোহানেসবার্গে। প্রোটিয়াদের বিরুদ্ধে তারা তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। আগামী ২৬ ডিসেম্বর থেকে সিরিজ শুরু হচ্ছে।


আরও পড়ুন ; বলতে বলতে হাঁফিয়ে গিয়েছি যে, রোহিতের সঙ্গে আমার কোনও ঝামেলা নেই: কোহলি


এদিকে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে বিরাট কোহলির সংঘাত নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে মুচমুচে গসিপ । বিরাট কোহলি (Virat Kohli) নিজে অবশ্য সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে রোহিতের কোনও সমস্যা নেই। শুধু তাই নয়, তিনি যে এই কথা বলতে বলতে ক্লান্ত, সেটাও জানান বিরাট।


বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোহলি। গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটমহল উত্তাল ছিল কোহলিকে ঘিরে। শোনা যাচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন না কোহলি। বোর্ডের কাছে নাকি তিনি ছুটি চেয়েছেন। বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা এএনআইকে বলেছিলেন, কোহলি ছুটি চেয়ে আবেদন করেছেন। যা জানাজানি হওয়ার পর কোনও কোনও মহল থেকে বলা হয়, কোহলির এই সিদ্ধান্ত হয়ত রোহিত শর্মার সঙ্গে তাঁর দূরত্বের জন্যই। সম্প্রতি কোহলিকে সরিয়ে রোহিতকে ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক করা হয়। টেস্টের নেতা এখনও কোহলিই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটের জন্য নেই রোহিত। বলা হচ্ছিল, ওয়ান ডে সিরিজে হয়ত রোহিতের নেতৃত্বে খেলতে চান না কোহলি। সেই কারণেই নাকি ছুটি নেওয়ার সিদ্ধান্ত। যদিও বোর্ডের একটি অংশ জানিয়েছিল, কোহলি কোনও ছুটি চাননি।


বুধবার কোহলি নিজে সাংবাদিকদের জানান যে, তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন। বোর্ডের কাছে কোনও ছুটি চাননি। পাশাপাশি কোহলি বলেন, 'আমার দায়িত্ব হল দলকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়া। রোহিত দারুণ দক্ষ অধিনায়ক। কৌশলগত দিক থেকেও খুব শক্তিশালী। সেই সঙ্গে রাহুল ভাই রয়েছে। দারুণ ম্যান ম্যানেজমেন্ট ওঁর। ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে আমার একশো শতাংশ সমর্থন পাবে ওঁরা।'