সুনিত হালদার, হাওড়া: চলবে কাজ। জানানো হয়েছে আধুনিকীরণের কাজের জন্য পূর্ব রেলের (East Railway) হাওড়া-খড়্গপুর ডিভিশনে (Howrah-Kharagpur Division) ৬ জোড়া লোকাল ট্রেনের (Local Train) যাত্রাপথে কাটছাঁট করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব (South East Railway) রেলসূত্রে খবর, আগামী ১৭ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ১২ টি লোকাল ট্রেন তার নির্ধারিত রুটে চলবে না।

  


পাশাপাশি জানানো হয়েছে, এই চারদিন হাওড়া (Howrah) থেকে খড়্গপুর অবধি হাওড়া-মেদিনীপুর লোকাল (Howrah Midnapur Local) ট্রেন পরিষেবা চালু থাকবে। দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হাওড়া-খড়্গপুর ডিভিশনের গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


নিম্নলিখিত আপ লোকাল ট্রেন (Local Train) মেদিনীপুরের (Midnapur) পরিবর্তে খড়্গপুর (Kharagpur) স্টেশন পর্যন্ত যাবে, রইল তালিকা।



  • ২৮৮০১ হাওড়া-মেদিনীপুর লোকাল।

  • ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল।

  • ৮৮০৯ হাওড়া-মেদিনীপুর লোকাল।

  • ৩৮৮১১ হাওড়া-মেদিনীপুর লোকাল।

  • ৩৮৮১৫ হাওড়া-মেদিনীপুর লোকাল।

  • ৩৮৮১৭ হাওড়া-মেদিনীপুর লোকাল।


পাশাপাশি ডাউন ট্রেন মেদিনীপুর স্টেশনের পরিবর্তে খড়্গপুর স্টেশন থেকেই হাওড়াগামী মেদিনীপুর লোকাল ছাড়বে, তালিকা দেখে নিন।



  • ৩৮৮০৬ মেদিনীপুর-হাওড়া লোকাল।

  • ৩৮৮১০ মেদিনীপুর-হাওড়া লোকাল।

  • ৩৮৮১৬ মেদিনীপুর-হাওড়া লোকাল।

  • ৩৮৮১৮ মেদিনীপুর-হাওড়া লোকাল।

  • ৩৮৮২২ মেদিনীপুর-হাওড়া লোকাল।

  • ৩৮৮২৪ মেদিনীপুর-হাওড়া লোকাল।  


আরও পড়ুন: Missing : ৭ বছরের শিশুকে নিয়ে বাজারে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ২ মহিলা !


উল্লেখ্য, নাকা চেকিংয়ের সময় গ্রেফতার  বাংলাদেশের একাধিক নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ বাংলাদেশের ৫ নাগরিককে গ্রেফতার করল। জলপাইগুড়ির মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ তাদের পাকড়াও করে। কাজের সন্ধানে তারা ভারতে ঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ধৃতদের নাম- লিটন শেখ,হৃদয় শেখ, যুবাইদুল শিকদার, আনারুণ মিঞা, পারভিন বেগম।


ওই পাঁচ বাংলাদেশিকে ভারত-বাংলাদেশ সীমান্তের খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দাস পাড়া মোড় থেকে ধরা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের নারালি জেলায়। পাচারকারীদের সহযোগিতায় তারা বুড়ির জোত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। খবর পেয়ে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ নাকা চেকিং করে ৫ জনকে ধরে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে আসছিল। হলদিবাড়ি থেকে জলপাইগুড়িগামী NBSTC বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করছিল।


আরও পড়ুন: Jalpaiguri : অবৈধভাবে ভারতে ঢুকে গ্রেফতার ৫ বাংলাদেশি