সীমিত ওভারে কোহলির চেয়ে এগিয়ে রোহিত, দাবি সন্দীপ পাতিলের

নয়াদিল্লি: সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলির চেয়ে এগিয়ে রোহিত শর্মা। এমনটাই মনে করেন জাতীয় দলের প্রাক্তন প্রধান নির্বাচক সন্দীপ পাতিল।
আক্রমণাত্মক এই প্রাক্তন ক্রিকেটারের দাবি, টেস্ট ক্রিকেটে এখন কোহলিই দেশের সেরা ব্যাটসম্যান। কিন্তু একদিন ও টি-২০তে কোহলির চেয়ে এগিয়ে রোহিত। তিনি স্বীকার করে নেন, তাঁর এই মতামত বিরাট-ভক্তদের পছন্দ না-ও হতে পারে।
পাতিল জানান, বিশ্রাম থেকে ফিরে দক্ষিণ আফ্রিকায় নিশ্চয় বড় রান করবে কোহলি। কিন্তু, চলতি বছরে সীমিত ওভার ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন রোহিত। তাঁর মতে, ব্যাটসম্যান হোক বা অধিনায়ক—রোহিত প্রমাণ করেছে, সে এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছে।
তবে, পাতিল যাই বলুন না কেন, পরিসংখ্যান অন্য কথা বলছে। চলতি বছরের নিরিখেই যদি ধরা যায়, তাহলেও তিন ফর্ম্যাটেই রোহিতের চেয়ে অনেকটাই এগিয়ে বিরাট।
একদিনের ম্যাচের ক্ষেত্রে- ২৬টি ম্যাচে ১,৪৬০ রান করেছেন কোহলি। চলতি বছরে যা যে বিশ্বে সর্বাধিক। তাঁর গড় ৭৬.৮৪। হাঁকিয়েছেন ৬টি শতক ও ৭টি অর্ধশতক। সেখানে ২১ ম্যাচে ১,১৪০ রান করেছেন রোহিত। গড় ৭১.৮৩। করেছেন ৬টি শতরান ও ৫টি অর্ধশতরান।
আবার, টি-২০ ম্যাচের ক্ষেত্রে চলতি বছরে কোহলি করেছেন ২৯৯ রান। সেখানে রোহিত করেছেন ২৮৩।























