মুম্বই : দক্ষিণ আফ্রিকা সিরিজের (South Africa Series) টেস্ট দলঘোষণার দিনই বড় চমক। টি২০-র পাশাপাশি টিম ইন্ডিয়ার ওডিআই (One Day International) দলের অধিনায়কের আর্মব্যান্ডও গেল রোহিত শর্মার (Rohit Sharma) কাছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচক কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে ভারতীয় টি২০ ও ওডিআই দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।
টি২০ বিশ্বকাপের পরই বিশের মঞ্চে ভারতের অধিনায়কত্ব ছাড়বেন বলে জানিয়ে রেখেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই মতোই তাঁর জায়গায় টি২০-র অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেখানে সিরিজও জেতেন তিনি। তবে কোহলি একদিনের ক্রিকেটেও ভারতের অধিনায়কত্ব এখনই ছাড়বেন, এমনটা ছিল গুঞ্জন স্তরেই। যা এবার বাস্তবের রূপ পেয়ে গেল।
পাশাপাশি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় স্কোয়াডও ঘোষণা করা হয় এদিন। যেখানে ঘোষিত ১৮ জনের দলে ফিরেছেন হনুমা বিহারী। টেস্ট দলের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলিই। পাশাপাশি ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব আজিঙ্কা রাহানের বদলে তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার কাঁধে।
একঝলকে দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় স্কোয়াড-
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ।
স্ট্যান্ড বাই- নভদীপ সাইনি, সৌরভ কুমার, দীপক চাহার, আরজান নাগাসওলা।
(রবীন্দ্র জাদেজা, শুবমন গিল, অক্ষর প্যাটেল ও রাহুল চাহার- এই চার ক্রিকেটার চোট বা চোট সারানোর রাস্তায় থাকায় তাদের দলে নেওয়া হয়নি।)
আরও পড়ুন- আইসিসি টেস্ট ক্রমতালিকায় প্রথম দশে রোহিত, বিরাট, একশোয় ঢুকে পড়লেন শ্রেয়স