সাদাম্পটন: করোনা আক্রান্ত হয়ে টেস্টে মাঠে নামতে পারেননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর রোহিতের দলে ফেরার সঙ্গে সঙ্গেই জয়ের সরণিতে ফিরেছে টিম ইন্ডিয়াও।
উচ্ছ্বসিত রোহিত:
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে ১৯৮ রান করার পর, মাত্র ১৪৮ রানেই জস বাটলারদের (Jos Buttler) রুখে দেয় ভারতীয় দল। দলের এহেন ব্যাটিং পারফরম্যান্স এবং বিশেষত যে ধরনের ব্যাটিং করেছে টিম ইন্ডিয়া, তাতে উচ্ছ্বসিত রোহিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা প্রথম বল থেকেই দারুণ খেলেছি এবং সকল ব্যাটাররাই আগ্রাসী ব্যাটিং করেছেন। পিচটাও ভাল ছিল, তাই পিচের উপর ভরসা করে আমরা ভাল ক্রিকেটীয় শট খেলেই রান করেছি। প্রথম ছয় ওভারটা কাজে লাগানো ভীষণ জরুরি। আমরা নিজেদের ব্যাটিং নিয়ে আলোচনা করেছি। অনেক সময় এই ধরনের আগ্রাসী ব্যাটিং সফল নাও হতে পারে, এটাই তো চ্যালেঞ্জ। তবে আমাদের সকলকেই এমন আগ্রাসীভাবেই এই ফর্ম্যাটে খেলতে হবে।‘
রোহিত মজেছেন হার্দিকে:
এই ম্যাচে অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) সকলের সামনে নিজের দক্ষতাকে ফুটিয়ে তুললেন। ব্যাট হাতে তিনি ভারতের হয়ে সর্বোচ্চ, ৩৩ বলে ৫১ রান করেন। তবে হার্দিকের ব্যাটিং নয়, রোহিত মজেছেন হার্দিকের বোলিংয়ে। হার্দিক প্রসঙ্গে ভারতীয় অধিনায়কের মন্তব্য, ‘আইপিএল থেকে হার্দিক যেভাবে নিজের খেলার মান উন্নত করেছে, তা প্রশংসনীয়। তবে আমাকে ওর যে বিষয়টা বেশি প্রভাবিত করেছে, সেটা হল ওর বোলিং। ও দ্রুত গতিতে বল করেছে এবং বলে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে সাফল্যও পেয়েছে। তবে হ্যাঁ, ওর ব্যাটিংটাও ভুলে যাওয়ার জো নেই।‘
হার্দিক এই দিন বল হাতে নির্ধারিত চার ওভারে ৩৩ রান খরচ করে চার উইকেট নেন। তাঁর শিকারের মধ্যে ছিলেন জেসন রয়, লিয়াম লিভিংস্টোনের মতো ইংল্যা্ন্ডের আগ্রাসী ব্যাটাররা। ভারতীয় সমর্করা আশা করবেন ৯ জুলাই (শনিবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতেও যেন হার্দিকের এহেন পারফরম্যান্স বজায় থাকে।