17 Dangerous App: আর দেরি করলে হতে পারে ভয়ঙ্কর ক্ষতি। আপনার স্মার্টফোনে এই অ্যাপগুলি (Smartphone Apps)থাকলে অবিলম্বে আনইনস্টল করুন। অন্যথায় এর চরম মাশুল গুণতে হবে আপানকে।
Dangerous Smartphone Apps: এই ১৭টি অ্যাপে লুকিয়ে বিপদ !
আমরা আমাদের স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি। গেমস, গান শোনা ছাড়াও ফোন লক, ফাইল ম্যানেজার, ভিডিও অ্যাক্সেসের জন্য বহু অ্যাপস ডাউনলোড করি আমরা। দৈনন্দিন জীবনে অ্যাপের উপর নির্ভরতা ক্রমাগত বেড়েই চলেছে। আপনার-আমার এই স্বভাবের বিষয়ে জানে হ্যাকাররা। সেই কারণেই হ্যাকাররা বিপজ্জনক নকল অ্যাপের মাধ্যমে আপনার স্মার্টফোন হ্যাক করে। বর্তমানে, ডাউনলোডের জন্য অনেক ভুয়ো ও বিপজ্জনক অ্যাপ রয়েছে বাজারে। এই বিপজ্জনক অ্যাপের তালিকায় রয়েছে এই ১৭টি অ্যাপ। সম্প্রতি একটি টেক সাইটের রিপোর্টে তুলে ধরা হয়েছে সেই তালিকা। জেনে নিন, কোনগুলি রয়েছে ক্ষতি অ্যাপের তালিকায়।
PhoneArena-র রিপোর্ট বলছে এই কথা
ফোনএরিনার রিপোর্ট বলছে, সম্প্রতি গুগল প্লে-স্টোরের ক্ষতিকর অ্যাপের বিষয়ে একটি গবেষণা হয়। গবেষণায় দেখা যায়, প্লে-স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে, যেগুলি ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে ইউজারের। ডেটা চুরির পাশাপাশি এই অ্যাপগুলি ব্যবহারকারীদের ব্যাঙ্ক থেকে টাকাও সরিয়ে নিতে পারে। স্বস্তির খবর, ইতিমধ্যেই এই অ্যাপগুলি প্লে-স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল। এখনও যদি এই অ্যাপগুলি আপনার ফোনে থাকে, তাহলে অবিলম্বে আনইনস্টল করুন।
1 Document Manager
2 Coin Track Loan - Online Loan
3 Cool Caller Screen
4 PSD Auth Protector
5 RGB Emoji Keyboard
6 Camera Translation Pro
7 Fast Pdf Scanner
8 Air Balloon Wallpaper
9 Colorful Messenger
10 Thug photo editor
11 Anime Wallpaper
12 Peace SMS
13 Happy Photo Collage
14 Pellet Messages
15 Smart Keyboard
16 4K Wallpapers
17 Original Messenger
Dangerous Smartphone Apps: অ্যাপ নিয়ে জারি সতর্কবার্তা
এই ১৭টি অ্যাপের ব্যবহার সম্পর্কে সতর্ক করা হচ্ছে ব্যবহারকারীদের। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৫০,০০০ বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে এই অ্যাপগুলি। এছাড়াও, এই অ্যাপগুলির রেটিং ৪.৮ বা তার বেশি দেওয়া হয়েছে। এই অবস্থায় ব্যবহারকারীদের জন্য ভুয়ো বা নকল অ্যাপ সনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়ে। তাই আগেভাগে এই অ্যাপগুলি আনইনস্টল করুন।
আরও পড়ুন : Mobile Data Scraping: ফোন ফরম্যাটের পরও থেকে যায় ডেটা ? কীভাবে মুছবেন চিরতরে ?