কলকাতা: অধিনায়ক হিসাবে রোহিত শর্মা (Rohit Sharma) কেমন?


'ও ভীষণ শান্ত, সংযত। সবরকম পরিস্থিতিতেই নির্লিপ্ত থাকে । ও এমন অধিনায়ক নয় যে সব সময় মুখের ওপর কথা বলবে,' বুধবার কলকাতায় এক অনুষ্ঠানে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সেই সঙ্গে কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক এ-ও জানিয়ে দিলেন যে, দু'জন অধিনায়কের মধ্যে তুলনায় তিনি বিশ্বাসী নন ।


‘আধুনিক ভারতের নেতৃত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় বুধবার হাজির ছিলেন সৌরভ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল জে আর মুখোপাধ্যায়, নেতাজি গবেষক অনুজ ধর, চন্দ্রচূড় ঘোষ, ব্যবসায়ী শিলাদিত্য চৌধুরী এবং কেতন সেনগুপ্ত ।


স্বাধীনতার ৭৫ বছর। নেতাজির ১২৫তম জন্ম বার্ষিকী। কিছু দিন আগেই ৫০ বছর পূর্ণ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । আলোচনা সভার মুখ্য আকর্ষণ ছিলেন সৌরভই । নেতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। নেতাজির প্রসঙ্গ টেনে বললেন, 'দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজিকে নেতৃত্ব দিতে যে চাপ নিতে হয়েছে বা সীমান্তে পাহারার কাজে সেনা কর্তাদের যে চাপ নিতে হয়, তার কাছে আমার চাপ কিছুই নয় । চাপ সব ক্ষেত্রেই থাকে সেটা পরিবার হোক বা কর্মক্ষেত্র। চাপকে গ্রহণ করতে হয়। উপভোগ করতে হয়।'


 






সৌরভ বলেন, 'মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় ক্রিকেটে সন্ধিক্ষণটা দারুণ সামলেছে। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক সাফল্য নিয়ে এসেছে। বিরাট কোহলির রেকর্ডও দারুণ। অধিনায়ক হিসাবে সম্পূর্ণ অন্যরকম ছিল ও।'


আরও পড়ুন: জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে চান, বলছেন শাহবাজ