আজ টসে জিতে প্রথমে ধোনিদের ব্যাট করতে পাঠান রোহিত। চেন্নাই ৫ উইকেটে ১৬৯ রান করে। রায়নার পাশাপাশি ভাল ব্যাটিং করেন অম্বাতি রায়াডু (৪৬)। ধোনি করেন ২৬ রান। ১৯.৪ ওভারেই সেই রান টপকে যায় মুম্বই। দুই ওপেনার সূর্যকুমার যাদব (৪৪) ও এভিন লিউইস (৪৭) ইনিংসের শুরুটা ভাল করেন। এরপর বাকি কাজটা করে দেন তিন নম্বরে নামা রোহিত। রোহিতের অপরাজিত ৫৬, চেন্নাইকে ৮ উইকেটে হারাল মুম্বই
Web Desk, ABP Ananda | 28 Apr 2018 11:45 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
পুণে: মহেন্দ্র সিংহ ধোনিকে টেক্কা দিলেন রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংসকে আট উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এ দ্বিতীয় জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রোহিত। তিনি ৩৩ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। ফলে চেন্নাইয়ের হয়ে সুরেশ রায়নার ৪৭ বলে ৭৫ রানের ঝকঝকে ইনিংসও ম্লান হয়ে গেল। এই জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে উঠে এল মুম্বই।