সম্প্রতি কোলাপুরের কুরুন্ডবাদে রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির ভক্তদের সমর্থন কেবল ক্রিকেটেই থেকে থাকল না। ধোনির অবসর অন্যদিকে রোহিত শর্মার খেলরত্ন জয়ের পোস্টার লাগানো নিয়ে দুই ভক্তদলের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধের অভিযোগ উঠল। রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনিকে অভিনন্দন জানিয়ে রাস্তার ধারে ২টি পোস্টার লাগানো হয়েছিল। একটি পোস্টার নষ্ট করে দেওয়া নিয়েই বিবাদ বাধে। দুটি দল একে অপরের ওপর চড়াও হয়ে মারামারি করে বলে অভিযোগ।
ঘটনার কথা সামনে আসতেই ট্যুইটারে সরব হন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। খবরটিকে রিট্যুইট করে তিনি লেখেন,' কী পাগলামি করছো! ক্রিকেটারদের মধ্যে যেমন বন্ধুত্ব থাকে আবার অনেকসময় তাঁরা কেবল কাজের প্রয়োজনেই কথা বলেন। কিন্তু কিছু ভক্তের এমন পাগলামি করা অর্থহীন। ঝগড়া কোরো না। কোনও বিশেষ ক্রিকেটারকে নয়, ভারতীয় দলকে ভালোবাসো, তাদের এক দল হিসাবে মনে করো।'