মুম্বই: সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মাকে একদিনের আন্তর্জাতিকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বলে আখ্যা দিলেন প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে একদিনের আন্তর্জাতিকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। ওর সবচেয়ে বড় গুণ হল, বড় শতরান বা দ্বিশতরান করতে পারে। এটা দুর্দান্ত ব্যাপার। ও একদিনের ম্যাচে ১৫০, ১৮০, ২০০ রান করে। ভাবুন, এই রান করে ও দলকে কোথায় নিয়ে যায়! এটাই ওকে মহান ক্রিকেটার বানিয়ে দিয়েছে।’

এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে ২৯টি শতরান করেছেন রোহিত। এর মধ্যে ১১ বার তিনি ১৪০-এর বেশি রান করেছেন। একদিনের আন্তর্জাতিকে তাঁর তিনটি দ্বিশতরান রয়েছে। সর্বকালের সেরা ওপেনারদের মধ্যে তিনি প্রথম তিন বা প্রথম পাঁচের মধ্যে থাকবেন বলেই মনে করেন শ্রীকান্ত।

৩০ বছর বয়সি রোহিত এখনও পর্যন্ত ২২৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৪৯.২৭ গড়ে তাঁর রান ৯,১১৫। ২৯টি শতরান ও তিনটি দ্বিশতরানের পাশাপাশি তাঁর অর্ধশতরানের সংখ্যা ৪৩। তাঁর সর্বোচ্চ স্কোর ২৬৪। একদিনের আন্তর্জাতিকে একটি ম্যাচে এটাই কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। একদিনের আন্তর্জাতিকের মতো টি-২০ ও টেস্টেও সফল রোহিত। টেস্টে ওপেন করার সুযোগ পাওয়ার পর থেকেই তিনি নিয়মিত বড় রান করে চলেছেন। ৩২টি টেস্ট খেলে ৬টি শতরান ও ১০টি অর্ধশতরান সহ তিনি করেছেন মোট ২,১৪১ রান। সর্বোচ্চ স্কোর ২১২। ১০৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর মোট ২,৭১৩। তাঁর গড় ৩১.৯০। শতরান চারটি এবং অর্ধশতরান ২০টি।