রাঁচি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ শেষ হওয়া সিরিজেই প্রথমবার টেস্টে ওপেনার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন রোহিত শর্মা। প্রথম সুযোগেই তিনি বাজিমাত করেছেন। বিশাখাপত্তনমে দুই ইনিংসেই শতরান এবং রাঁচিতে দ্বিশতরান সহ এই সিরিজে ৫২৯ রান করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তিনি সিরিজের সেরা হয়েছেন। আজ এই পুরস্কার পাওয়ার পর ওপেনার হিসেবে খেলার সুযোগ দেওয়ায় কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন রোহিত।


বিরাটের সঙ্গে রোহিতের সম্পর্ক নিয়ে ক্রিকেটমহলে জল্পনা নতুন নয়। তাঁদের মধ্যে দূরত্ব নিয়ে সংবাদমাধ্যমে চর্চাও হয়েছে। তবে আজ ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘কোচ ও অধিনায়কের সমর্থন আমাকে সাহায্য করেছে। ওপেনার হিসেবে আমাকে সুযোগ দেওয়ায় টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ।’

রোহিত আরও বলেছেন, ‘২০১৩ থেকে আমি সাদা বলের ক্রিকেটে ওপেন করছি। আমি বুঝতে পারি, ইনিংসের শুরুতে কিছুটা সংযম দরকার। আমি বিশ্বাস করি, দলের জন্য যা দরকার সেটা করতে পারি। ওপেন করার সময় অনেককিছু মাথায় রাখতে হয়। আমি সবসময় মনে করি, সেট হয়ে যাওয়ার পর একমাত্র ভুল করলে তবেই আউট হব। নতুন বলের মোকাবিলা করা কতটা কঠিন ছিল, সেটা আমরা দেখেছি। সেই পর্বটা কাটিয়ে দিতে পারলে নিজের মতো করে ইনিংস সাজানো যায়। আমি নিজেকে বলতে থাকি, বড় রান করে দলকে ভাল জায়গায় পৌঁছে দিতে চাই।’