কলকাতা : জাতীয় টি২০ দলনায়ক হিসেবে স্বপ্নের শুরু করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ডকে (New Zealand) বিশের মঞ্চের ডুয়েলে হোয়াইটওয়াশ করেছে ভারত (India)। মেন ইন ব্লু-র অধিনায়ক হিসেবে দুরন্ত শুরুর সঙ্গেই একইভাবে চেনা মেজাজে কথা বলেছে হিটম্যানের ব্যাটও। ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ১৫০-র বেশি ছক্কা হাঁকানোর দলে নাম লিখিয়ে ফেলেছেন রোহিত শর্মা। আর বিশের মঞ্চে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে যে অনন্য নজির গড়েছেন তিনি। প্রতিপক্ষ কিউয়ি শিবিরের ওপেনার মার্টিন গাপ্টিলই (Martin Guptill) এর আগে শুধুমাত্র ১৫০ ছক্কা হাঁকিয়েছেন টি২০ (T20) ক্রিকেটে।


পয়মন্ত ইডেন গার্ডেন্সে ৫টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন রোহিত। লোকি ফার্গুসনকে দুটি ছক্কা হাঁকানোর পর ভারতের ইনিংসে ১২ নম্বর ওভারে ট্রেন্ট বোল্টকে বাউন্ডারি বাইরে পাঠিয়ে টি২০-র মঞ্চে দেড়শোতম ছক্কাটি হাঁকান তিনি। এমনিতেই এর আগে রাঁচিতে ৫৫ ও সিরিজের প্রথম ম্যাচে জয়পুরে ৪৮ রান করেছিলেন ভারতের নবনিযুক্ত টি২০ দলনায়ক।


আরও দেখুন- কিউয়ি হোয়াইটওয়াশে শুরু রোহিত-দ্রাবিড় যুগ, ঝলকে সিরিজ সাফল্য






এই মুহূর্তে ভারতের জার্সিতে ১১৯টি টি২০ ম্যাচ খেলে ৩৩.৩০ গড়ে ৩১৯৭ রান করেছেন রোহিত শর্মা। ১৪০-র ওপরে স্ট্রাইক রেট রেখে হাঁকিয়েছেন ২৮৪টি চার ও নজির গড়া ১৫০ ছক্কা।