মুম্বই: জাতীয় দলে টেস্টে অধিনায়ক হওয়ার দৌড়ে এখন সবার আগে তাঁরই নাম। সেই রোহিত শর্মা অবাক বিরাটের এভাবে আচমকা টেস্টের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘটনায়। নিজের ইনস্টাগ্রামে হিটম্যান লিখেছেন, ''আমি বিস্মিত!!! ভারত অধিনায়ক হিসেবে অসাধারণ সাফল্য অর্জন করার জন্য তোমাকে অভিনন্দন জানাই। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা।''


এই মুহূর্তে চোটের জন্য জাতীয় দলের সঙ্গে নেই রোহিত। তিনি রিহ্যাবে আছেন। আগেই জাতীয় দলের সীমিত ওভারের ফর্ম্যাটে তাঁকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। কিন্তু এবার বিরাটের টেস্ট দল থেকে সরে যাওয়ায় মনে করা হচ্ছে যে রোহিতই হতে পারেন টেস্টেও ভারতের অধিনায়ক। 


শনিবার টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে ৭ বছর ধরে কঠোর পরিশ্রম, সাধনা ও অক্লান্ত অধ্যাবসায় লেগেছে। পুরোপুরি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কিছুই বাদ দিইনি। কিন্তু সব কিছুরই শেষ থাকে। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে আমার ইতি টানার সময় হয়েছে। অনেক ভালর পাশাপাশি কিছু খারাপ সময়ও গিয়েছে। কিন্তু কখনও প্রচেষ্টা ও বিশ্বাসের অভাব ছিল না। আমি সব সময় যা করি তাতে একশো কুড়ি শতাংশ দেওয়ায় বিশ্বাসী আর যদি সেটা না পারি, তাহলে জানি সেটা ঠিক নয়। মনের দিক থেকে আমি পুরোপুরি স্বচ্ছ আর দলের কাছে সৎ থাকতে চাই’।


টেস্ট দলের অধিনায়ক হিসাবে ঈর্ষণীয় পরিসংখ্যান। মোট ৬৮টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। যার মধ্যে ভারত জিতেছে ৪০টি ম্যাচ। ১৭টি ম্যাচে পরাজয় স্বীকার করতে হয়েছে ভারতকে। পাশাপাশি ১১টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। টেস্ট জয়ের নিরিখে কোহলি ছাপিয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ধোনির মতো কিংবদন্তি অধিনায়কদের।