বিশাখাপত্তনম:  একদিনের আন্তর্জাতিকে ২৮তম শতরান। টেস্ট (৬) এবং টি-টোয়েন্টি (৪) মিলিয়ে আরও ১০ টি শতরান রয়েছে রোহিত শর্মার। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বমোট ৩৮টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর। এর মধ্যে ১০টি শতরান এসেছে চলতি বছরেই। ওয়ান ডে-তে এই নিয়ে একই বছরে ৭টি শতরান করলেন রোহিত। অতীতে একই বছরে ৭টি শতরানের রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এই রেকর্ড রয়েছে ডেভিড ওয়ার্নারেরও। তবে এক বছরে সর্বোচ্চ ৯টি ওয়ান ডে শতরানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের ঝুলিতেই। ১৯৯৮ সালে সচিনের করা এই রেকর্ড আজও অক্ষত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী ম্যাচে শতরান করলে রোহিত একই সঙ্গে টপকে যাবেন সৌরভ ও ওয়ার্নারকে।





প্রসঙ্গত, ৩২ বছরের এই ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেটে শতরানের নিরিখে পিছনে ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটসম্যান হাসিম আমলাকেও। বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করে আমলার ২৭টি ওয়ান ডে শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এখন এই তালিকায় শ্রীলঙ্কার কিংবদন্তী সনথ জয়সূর্যের সঙ্গে চতুর্থ স্থানে বসলেন রোহিত। তাঁর আগে রয়েছেন রিকি পন্টিং (৩০), বিরাট কোহলি (৪৩), সচিন তেন্ডুলকর (৪৯)।