মানামা: বাহরিন গ্র্যাঁ প্রি-তে মারাত্মক দুর্ঘটনায় পড়লেন ফর্মুলা ওয়ান ড্রাইভার রোমেইন গ্রসিয়ান। ফ্রান্সের এই ড্রাইভার প্রথম ল্যাপেই গাড়ি নিয়ে ট্র্যাকের বাইরে চলে যান। তাঁর গাড়ি বেষ্টনীতে ধাক্কা মেরে দু’টুকরো হয়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। অবিশ্বাস্যভাবে অক্ষত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন গ্রসিয়ান। এই মারাত্মক দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রেস।


গ্রসিয়ানের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তিনি সুস্থই আছেন। শুধু হাত ও গোড়ালি কিছুটা পুড়ে গিয়েছে। এই দুর্ঘটনার জেরে তিনি ভয় পেয়ে গিয়েছেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।’




মেডিক্যাল কার ড্রাইভার অ্যালান ভ্যান ডার মারউই জানিয়েছেন, ‘আমি ১২ বছর ধরে ফর্মুলা ওয়ানের সঙ্গে যুক্ত। কিন্তু এর আগে কোনওদিন এত আগুন দেখিনি। তবে দুর্ঘটনার পর রোমেইন নিজে গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। এই ধরনের দুর্ঘটনার পর সেটা সাধারণত দেখা যায় না। ড্রাইভারদের ঘাবড়ে যাওয়ার কথা। তবে রোমেইন ভয় পাননি। সিটবেল্ট, গাড়ির সব যন্ত্রপাতি, বেষ্টনী ঠিকঠাক ছিল। না হলে এই ঘটনা অন্যরকম হতে পারত।’