২০২১ পর্যন্ত রিয়ালে থাকছেন রোনাল্ডো
Web Desk, ABP Ananda | 07 Nov 2016 11:54 AM (IST)
মাদ্রিদ: মাঠে গোলখরা চললেও মাঠের বাইরে স্বমহিমায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের এই মহাতারকা রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি করে নিলেন। ২০২১ সাল পর্যন্ত তিনি মাদ্রিদেই থাকছেন। ফলে ৩১ বছর বয়সি রোনাল্ডো স্পেনের এই দলটি থেকেই অবসর নেবেন বলে মনে হচ্ছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী আজ দুপুর দেড়টায় স্যান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের প্রেসিডেন্সিয়াল বক্সে সরকারিভাবে নতুন চুক্তিতে সই করবেন রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও সেখানে হাজির থাকবেন। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালে থাকবেন রোনাল্ডো। সম্প্রতি গ্যারেথ বেল, লুকা মডরিচ ও টনি ক্রুজ রিয়াল মাদ্রিদে চুক্তি বাড়িয়েছেন। বেল আরও ৬ বছর রিয়ালে থাকছেন। নতুন চুক্তি অনুযায়ী, এখন থেকে প্রতি সপ্তাহে ৭.৫০ লক্ষ মার্কিন ডলার বেতন পাবেন বেল। রোনাল্ডোর সঙ্গে রিয়ালের ২০১৮ পর্যন্ত চুক্তি ছিল। তিনি আরও তিন বছর এই ক্লাবেই থাকার সিদ্ধান্ত নিলেন। রিয়ালের ম্যানেজার জিনেদিন জিদান ২০০৬ সালে এই ক্লাব থেকেই অবসর নিয়েছিলেন। তিনি চাইছেন রোনাল্ডোও এখান থেকেই অবসর নিন। জিদানের বক্তব্য, রোনাল্ডোও চাইছেন রিয়াল থেকে অবসর নিতে। সেই কারণেই তাঁর চুক্তি বাড়ায় সবাই খুশি।