তুরিন: অবিশ্বাস্য। অবিশ্বাস্য বললেও কম বলা হবে। মাটি থেকে প্রায় সাড়ে ৮ ফুট লাফিয়ে শূন্যে থেকেই হেড। গোলকিপারকে ডজ করে ফুটবল জড়িয়ে গেল জালে। গোল। ওই গোলেই সাম্পডোরিয়ার বিরুদ্ধে ২-১-এ জয় পেল ইতালির ক্লাব জুভেন্তাস।  আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেলেন অভিবাদন। সোশ্যাল মিডিয়া জুড়ে সিআরসেভেন-কে নিয়ে উচ্ছ্বাস। মহাতারকার এই লাফের তুলনা করা হচ্ছে এনবিএ-তে বাস্কেট করার লাফের সঙ্গে। ফুটবল তারকা নিজে অবশ্য বলছেন ‘এয়ার জর্ডান’। সোশ্যাল মিডিয়ায় এই গোলের ছবি পোস্টও করেছেন তিনি।








অতীতে রিয়্যাল মাদ্রিদে থাকাকালীন এই জুভেন্তাসের বিরুদ্ধেই বাইসাইকেল কিকে গোল করে অভিবাদন কুড়িয়েছিলেন পর্তুগিজ তারকা। এবার ‘সেরি এ’-তে সাম্পডোরিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য গোল করে নজর কাড়লেন সিআরসেভেন। এই নিয়ে চলতি মরশুমে ১২টি গোল হয়ে গেল তাঁর। ম্যাচ শেষে উচ্ছ্বসিত নায়ক বললেন, “গোলটা ভাল ছিল। তবে আমি বেশি খুশি, কারণ দলকে তিন পয়েন্ট এনে দিতে পেরেছি।”