সোচি: বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে ছিটকে গিয়েছে পর্তুগাল। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল পর্তুগালের তারকা ফুটবলার রোনাল্ডোর। পরের বিশ্বকাপে রোনাল্ডো খেলতে পারবেন কিনা, তা নিয়ে জল্পনা অব্যাহত। তখন রোনাল্ডোর বয়স হবে ৩৭।
রোনাল্ডো অবশ্য তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ভবিষ্যত নিয়ে মুখ খোলেননি। রিয়েল মাদ্রিদ তারকা বলেছেন, এখন ফুটবলার ও কোচেদের ভবিষ্যত নিয়ে কথা বলার সময় নয়।
৩৩ বছরের তারকা এবারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পর্তুগালের ফুটবল দলের উজ্জ্বল সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এখন আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবে। সিআর সেভেন বলেছেন, আমাদের দলটা দারুণ। অনেক তরুণ ফুটবলার রয়েছে, রয়েছে উচ্চাকাঙ্খাও। আর এ কারণেই দল আরও শক্তিশালী হবে বলে আশা করছি।
এবারের বিশ্বকাপে চারটি গোল করেছেন রোনাল্ডো। গতকালের প্রি-কোয়ার্টার ফাইনালে অবশ্য নিষ্প্রভই থেকেছেন তিনি। তাঁর থেকে একটি বেশি গোল করেছেন ইংল্যান্ডের হ্যারি কেন।
পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্তোস অবশ্য আশাবাদী যে, রোনাল্ডো আন্তর্জাতিক ম্যাচের দলে থাকবেন। কোচ বলেছেন, ফুটবলকে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে রোনান্ডোর। তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে ও দলে থাকবে বলে আশা করি। আমাদের দলে অনেক তরুণ রয়েছে এবং আমরা সবাই ওকে দলে চাই।