RR vs RCB LIVE Score: চূড়ান্ত ব্যর্থ স্যামসনরা, ৫৯ রানেই শেষ রাজস্থানের ইনিংস, ১১২ রানে জিতল আরসিবি

RR vs RCB IPL 2023 LIVE Score: এই ম্যাচে দুই দলের দুই তারকা ওপেনিং জুটির দিকে বিশেষ নজর থাকবে। রাজস্থান ওপেনার যশস্বী জয়সওয়াল বিগত পাঁচ ম্যাচে দুইটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন।

ABP Ananda Last Updated: 14 May 2023 06:37 PM
RR vs RCB: ৫৯ রানেই শেষ রাজস্থান

১১২ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে নিল রাজস্থান। শেষ ওভারে দুই উইকেট নিলেন কর্ণ শর্মা। ৫৯ রানেই শেষ হয়ে গেল রাজস্থান রয়্যালসের ব্যাটিং ইনিংস।

RCB vs RR Live Score: আশা শেষ?

রাজস্থান রয়্যালসের ধুঁকতে থাকা ব্যাটিং ইনিংসে একমাত্র ছন্দে দেখাচ্ছিল শিমরন হেটমায়ার। তিনিও বড় শট মারতে গিয়ে ৩৫ রানে সাজঘরে ফিরলেন। তাঁর উইকেট নিলেন ম্যাক্সওয়েল। ১০ ওভার শেষে রাজস্থানের স্কোর ৫৯/৮।

RR vs RCB: আধা দল সাজঘরে

পাওয়ার প্লেতেই রাজস্থান রয়্যালসের আধা দল সাজঘরে পৌঁছে গেল। পরপর দুই ওভারে দুই উইকেট হারাল আরসিবি। ব্রেসওয়েলের বলে ৪ রানে ফেরেন দেবদূত পাডিক্কাল। পরের ওভারেই নিজের তৃতীয় সাফল্য পেলেন পার্নেল। নিজের প্রথম আইপিএল ব্যাটিং ইনিংসে ১০ রানেই সাজঘরে ফিরলেন জো রুট। পাওয়ার প্লের ছয় ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২৮ রান তুলল রাজস্থান। 

RCB vs RR Live Score: চরম বিপাকে রাজস্থান

নতুন বলে দুরন্তভাবে ইনিংসের শুরুটা করল আরসিবি। ইনিংসের প্রথম ওভারে শূন্য রানে সিরাজ যশস্বীকে সাজঘরে ফেরান। দ্বিতীয় ওভারে পার্নেল সিরাজকে শূন্য ও সঞ্জু স্যামসনকে ৪ রানে সাজঘরে ফেরান। ২ ওভার শেষে রাজস্থানের স্কোর ১১/৩। 

RR vs RCB: দুরন্ত ফিনিশ

অনুজ রাওয়াত ইনিংসের শেষ তিন বলে দুইটি ছক্কা ও একটি চার মারেন। এর সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ১৭১/৫ রান তুলল আরসিবি। অনুজ ১১ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।  

RCB vs RR Live Score: ১৫০ রানের গণ্ডি পার

অবশেষে ১৫০ রানের গণ্ডি পার করল আরসিবি। ১৯তম ওভারে মাত্র ১০ রান খরচ করলেন যুজবেন্দ্র চাহাল। ১৯ ওভার শেষে আরসিবির স্কোর ১৫৩/৫।

RR vs RCB: পরপর সাফল্য

পাঁচ বলের মধ্যেই তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে এল রাজস্থান রয়্যালস। প্রথমে ৫৫ রানে ব্যাট করা ফাফকে কেএম আসিফ আউট করেন। তারপর একই ওভারে জাম্পা লোমরোরকে ১ ও কার্তিককে শূন্য রানে সাজঘরে ফেরান।

RCB vs RR Live Score: শতরানের গণ্ডি পার

১৪তম ওভারে শতরানের গণ্ডি পার করল আরসিবি। ফাফ খানিকটা মন্থর গতিতেই ব্যাট করছেন। ৪০ বলে ৪৫ রানে খেলছেন তিনি। তবে ম্যাক্সওয়েল ২৫ বলে ৪১ রানে ব্যাট করেছেন। ১৪ ওভার শেষে আরসিবির স্কোর ১০৭/১।

RR vs RCB: বড় ইনিংসের পথে ফাফ

অর্ধেক ইনিংস শেষে আরসিবির স্কোর এক উইকেটের বিনিময়ে ৭৮ রান। ফাফ ৩৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ২০ রানে ব্যাট করছেন।

RCB vs RR Live Score: ১ ওভারে আরসিবির স্কোর ৯/০

প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়েই ৯ রান বোর্ডে তুলে নিল আরসিবি। 

RR vs RCB: ২ দলের একাদশেই বদলের সম্ভাবনা

রাজস্থানের ট্রেন্ট বোল্টের বদলে একাদশে ঢুকলেন জাম্পা। আরসিবি একাদশে পার্নেল ও ব্রেসওয়েল।

প্রেক্ষাপট

আইপিএলের (IPL 2023) গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯৯ রান তুলেও ম্যাচ জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আপাতত ১১ ম্যাচের মধ্যে ছয়টি জয়ের সুবাদে ১০ পয়েন্ট রয়েছে আরসিবির (RCB) দখলে। প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে তাই বাকি সবকয়টি ম্যাচই জিততে হবে আরসিবিকে। সেই উদ্দেশ্যেই রবিবার রাজস্থানের ঘরের মাঠেই রাজস্থান রয়্য়ালসের (Rajasthan Royals) বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। অপরদিকে, রাজস্থানেরও প্লে-অফের স্থান এখনও পাকা নয় তাঁরা গত ম্যাচ জিতলেও, তাঁদেরও প্লে-অফে পৌঁছতে বাকি দুই ম্যাচ জিততেই হবে। তাই ক্রিকেটপ্রেমীরা রবিবাসরীয় বিকেলে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা করতেই পারেন।


এই ম্যাচে দুই দলের দুই তারকা ওপেনিং জুটির দিকে বিশেষ নজর থাকবে। রাজস্থান ওপেনার যশস্বী জয়সওয়াল বিগত পাঁচ ম্যাচে দুইটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন। তাঁর দিকে নজর থাকাটা স্বাভাবিক। তাঁর ওপেনিং জুড়িদার জস বাটলার বরাবরই আরসিবির বিরুদ্ধে ভাল খেলেন। আইপিএল ইতিহাসে তাঁর আরসিবির বিরুদ্ধে মোট ৪০০-র ওপর রান করার কৃতিত্ব রয়েছে। অপরদিকে, আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাঁর ও যশস্বীর মধ্যে মাত্র এক রানের পার্থক্য রয়েছে। তাই অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা দুই তারকাই বড় রান করতে আগ্রহী হবে। আর বিরাট কোহলির দিকে সবসময়ই নজর থাকে। যে দলের ওপেনাররা এই ম্যাচে বেশি ভাল পারফর্ম করবেন, সেই দলের জয়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.