নয়াদিল্লি: ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এস শ্রীসন্থ (S Sreesanth)। ২০১৩ সালে স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত হওয়ার পর, বিসিসিআই শ্রীসন্থকে আজীবন নির্বাসিত করে। তবে ২০১১ সালের পর থেকেই আর টিম ইন্ডিয়ার (Indian cricket team) হয়ে সুযোগ পাননি তিনি।


বিশ্বকাপ জিতত ভারত


২০১১ সালের বিশ্বকাপের পর ভারতীয় দল আর কোনও বিশ্বকাপ জেতেনি। বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, উভয় জিততেই ব্যর্থ হয় ভারত। তবে শ্রীসন্থের দাবি তিনি নাকি বিরাট কোহলির নেতৃত্বে খেললে ভারত বিশ্বকাপ জিতত। প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলারের জানান, 'আমি যদি বিরাটের অধিনায়কত্বে দলে খেলার সুযোগ পেতাম, তাহলে নিঃসন্দেহে ভারত বিশ্বকাপ জিতত।'


নিজের বোলিংয়ের বিষয়ে কথা বলতে গিয়ে শ্রীসন্থ জানান, তিনি ছোট থেকেই ইয়র্কারের অনুশীলন করতেন, তাই ওই বলটা বেশ ভালই করতে পারতেন। 'খেলার সময় কী হতে পারে,  সেই বিষয়ে আগে থেকেই ভাবনাচিন্তা করে পরিকল্পনা সাজানো উচিত। সে যে স্তরেই খেলা হোক না কেন, তাতে বিরাট কিছু পার্থক্য হয় না। উচ্চ স্তরে কিছু শেখার থেকে আগে জিনিসপত্র শিখে নিয়ে উঁচু জায়গায় যাওয়াটা বেশি ভাল, কারণ ওখানে অনেকরকমের বাহ্যিক আকর্ষণ থাকে। আমার কোচ আমায় কী করে ইয়র্কার করতে হয়, তা টেনিস বলে আগেই শিখিয়েছিলেন। বুমরারকে প্রশ্ন করা হলে ও বলবে, যে এটা শেখা এমন কিছু কঠিন নয়।' বলেন তিনি।


গত মরসুম শেষে অবসর 


শ্রীসন্থ ভারতের হয়ে ২৭টি টেস্ট, ৫৩টি ওয়ান ডে এবং ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে তার মোট উইকেটসংখ্যা ১৬৭। নির্বাসিত হওয়ার পর, সেই নির্বাসন কাটিয়ে তিনি গত মরসুমের রঞ্জি ট্রফিতে কেরালার হয়ে খেলার পরেই অবসর ঘোষণা করেন।


আরও পড়ুন: ২০ মিনিট কথা বলার আর্জি, কোহলির ভুল শুধরে দিতে পারবেন, আশাবাদী গাওস্কর