নয়াদিল্লি: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমেই মলদ্বীপ সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সে-দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিকে ভারতীয় ক্রিকেট দলের সই করা ব্যাট উপহার দেন তিনি।উপহার হিসেবে ক্রিকেট ব্যাট বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন সচিন তেন্ডুলকর। সৌজন্য প্রকাশের এই ধরনের প্রশংসা করে মাস্টার ব্লাস্টার বলেছেন, এটি ‘ক্রিকেট কূটনীতির’ সুন্দর উদাহরণ।
একটি ট্যুইটবার্তায় সচিন লেখেন, ''বিশ্বকাপ চলাকালীন এটি ‘ক্রিকেট কূটনীতির’ সুন্দর উদাহরণ।''





সেইসঙ্গে ক্রিকেট মানচিত্রে খুব শিগগিরিই মলদ্বীপ জায়গা করে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মলদ্বীপের প্রেসিডেন্টকে ক্রিকেট ব্যাট উপহার দিয়ে একটি ট্যুইট করেন মোদি। তাতে তিনি লেখেন, ‘ক্রিকেট আমাদের যোগসূত্র! আমার সুহৃদ, প্রেসিডেন্ট সোলি ক্রিকেটের বড় ভক্ত। সেইজন্য ১৯-এর বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতীয় দলের সকলের সই করা ব্যাট উপহার দিলাম।’




মোদি বলেন, মলদ্বীপে ক্রিকেটের প্রসার ঘটিয়ে সোলির স্বপ্নপূরণ করতে সাহায্য করবে ভারত। বর্তমানে মলদ্বীপের ক্রিকেটারদের প্রশিক্ষণ দিচ্ছে ভারত। এছাড়াও সে-দেশে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করারও উদ্যোগ নেবে ভারত, জানিয়েছেন বিদেশসচিব বিজয় গোখলে। তিনি আরও বলেন,ভারত সরকার মলদ্বীপের ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলছে। এর আগে মে মাসে বিসিসিআইয়ের একটি দল মলদ্বীপ যায় প্রশিক্ষণ দেওয়ার জন্য।