টি-২০ ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন চাহার। তাঁর এই পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা।
সচিন তেন্ডুলকর ট্যুইট করে বলেছেন, অসাধারণ বোলিং দীপক চাহারের। বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করেছে ও এবং বৈচিত্র্য ব্যবহার করে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে।
এই প্রসঙ্গে সচিন শিবম দুবে, শ্রেয়স আয়ার ও কেএল রাহুলের পারফরম্যান্সেরও উল্লেখ করেছেন।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ট্যুইট-দীপক চাহার, রোহিত শর্মা ও ভারতীয় দলকে অভিনন্দন। খুব বেশি শিশির থাকায় কাজটা আদৌ সহজ ছিল না।
ভিভিএস লক্ষ্মণ বলেছেন, টি ২০ বোলার হিসেবে দীপক চাহারের এই উত্তোরনে মুগ্ধ। নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা সব সময়ই ছিল। কিন্তু ইনিংসের মাঝে ও শেষের ওভারগুলিতে বোলিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছে। ওর বলে প্রচুর বৈচিত্র্য রয়েছে এবং কখন তার ব্যবহার করতে হয়, সে বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে ওর।
ইরফান পাঠান বলেছেন, এই সিরিজ জয় খুবই সন্তোষজনক। বিশেষ করে যেখানে প্রথম ম্যাচে হারতে হয়েছিল এবং শেষ ম্যাচে শিশির ভেজা মাঠে শেষে বোলিং করতে হয়েছিল।
হরভজনের ট্যুইট- ম্যান অফ দ্য মান্থ দীপক চাহার।