মুম্বই: তাঁকে অনেকে ক্রিকেট ঈশ্বর মনে করেন। তাঁর জন্মদিন মানে গোটা দেশজুড়ে উৎসব। জাতি-ধর্ম-বর্ণর ঊর্ধ্বে উঠে ক্রিকেটপ্রেমের সুতোয় গোটা একটা জাতিকে বেঁধে রেখেছিলেন তিনি।


রবিবার, ২৪ এপ্রিল ৪৯ পূর্ণ করলেন সেই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আর বিশেষ এই দিনে মেয়ে সারার আনা চকোলেট কেক কেটে সেলিব্রেশন সারলেন মাস্টার ব্লাস্টার।


আইপিএল চলছে। সচিন মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি নিজে এই দলে খেলতেন। এখন তাঁর পুত্র অর্জুন এই দলের ক্রিকেটার। আর সচিন যুক্ত মেন্টর হিসাবে। রবিবার সচিন কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে চকোলেট কেক কাটতে দেখা গিয়েছে। পাশে দাঁড়িয়ে মেয়ে সারা। সচিন লিখেছেন, 'ভালবাসার লোকেদের সঙ্গে জন্মদিন কাটলাম'।



কলা-কাহিনী


মাঠে হোক বা মাঠের বাইরে, তাঁর মতো চরিত্র ভারতীয় ক্রিকেটে খুব কম এসেছে । ব্যাটিং করতে করতে জনপ্রিয় হিন্দি গান গাওয়া হোক বা কঠিন উইকেটকে সহজ বলে সতীর্থদের চমকে দেওয়া, বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) মানেই ঠোড়া হটকে !


ড্রেসিংরুমে বীরু এত কথা বলতেন যে, তাঁকে চুপ করানোর জন্য অভিনব এক উপায় বার করেছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কী সেই পন্থা ? সচিনের জন্মদিনেই সেই কাহিনী ফাঁস করলেন স্বয়ং সহবাগ । সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বীরু । সেখানে তাঁকে দেখা যাচ্ছে হাতে একটি প্লেটে কলা নিয়ে বসে থাকতে । বীরু বলছেন, 'ড্রেসিংরুমে আমি এত কথা বলতাম যে, আমাকে চুপ করানোর জন্য সচিন পাজি হাতে কলা ধরিয়ে দিতেন । বলতেন, নে কলা খা । তাতেই আমি চুপ থাকতাম ।' তারপরই সহবাগ বলেছেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা । আমি কলা খাচ্ছি আর চুপ থাকব কথা দিচ্ছি ।'


আরও পড়ুন: দুঃসময়ে কোহলি পাশে পেয়ে গেলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকারকে