সিডনি : সচিন তেন্ডুলকারের পঞ্চাশতম জন্মদিনে তাঁকে বিশেষভাবে সম্মানিত করল সিডনি ক্রিকেট গ্রাউন্ড। মাস্টার ব্লাস্টারের নামে গেট বসল অস্ট্রেলিয়ার বিখ্যাত স্টেডিয়ামের মাঠে। সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) ও ব্রায়ান লারার (Brain Lara) নামাঙ্কিত গেট উন্মোচন করার হিসেবে বেছে নেওয়া হয়েছে মাস্টার ব্লাস্টারের জন্মদিনকে। পাশাপাশি এদিনই ব্রায়ান লারার টেস্ট ক্রিকেটে প্রথম শতরানের এদিনই ৩০ তম বছর। ১৯৯৩ সালে আজকের দিনেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (Sydney Cricket Ground) ২৭৭ রানের ইনিংস খেলেছিলেন লারা। সচিন তেন্ডুলকার ও ব্রায়ান লারাই প্রথম দুই কিংবদন্তি যাঁরা অস্ট্রেলিয়ান না হয়েও তাঁদের নামাঙ্কিত গেট উন্মোচন হল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG unveils Lara-Tendulkar Gates)।
নিউ সাউথ ওয়েলসের (অস্ট্রেলিয়ার প্রদেশ) ক্রিকেটার তথা বিশ্ববরেণ্য ডোনাল্ড ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন অ্যান্ড আর্থার মরিসের নামে এর আগে গেটের নামাঙ্করণ হয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এদিন তাঁদের পাশে জায়গা দেওয়া হল ক্রিকেটের দুই কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকার ও ব্রায়ান লারাকে। অনন্য এই সম্মানের প্রেক্ষিতে এক বার্তায় সচিন বলেছেন, 'ভারতের বাইরে আমার সবথেকে পছন্দের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ১৯৯১-'৯২ সালে প্রথম অস্ট্রেলিয়া সফর থেকে এসসিজি-র সঙ্গে অনেক সুখস্মৃতি জড়িয়ে রয়েছে। তাই সেখানে বন্ধু ব্রায়ানের সঙ্গে নামাঙ্কিত গেটে স্থান পাওয়া সম্মানের।' গেট নামাঙ্করণের প্রসঙ্গে ব্রায়ান লারা বলেছেন, 'সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নামাঙ্কিত গেট উন্মোচনে দারুণভাবে সম্মানিত। একই বোধ মনে হয় সচিনেরও। এসসিজি আমার মনের কাছে থাকা এক স্টেডিয়াম।'
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্রায়ান লারার করা ২৭৭ রানের ইনিংস এখনও পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ। যেখানে ৪ টেস্টে ৩৮৪ রান করেছেন লারা। এদিকে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১৫৭ গড় সচিনের। যে মাঠে ৫ টি টেস্ট খেলে মোট ৭৮৫ রান করেছেন মাস্টার ব্লাস্টার। ২০০৪-র জানুয়ারিতে অপরাজিত ২৪১ রানের ইনিংস এসসিজিতে তাঁর সর্বোচ্চ।
দীর্ঘ ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে অনন্য রেকর্ড-ঝুলি তৈরি করে ক্রিজ ছেড়েছেন ক্রিকেট ঈশ্বর। ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচে চোখ ধাঁধানো ৩৪ হাজার ৩৫৭ রান রয়েছে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে। সচিন তেন্ডুলকারই ক্রিকেট ইতিহাসে এখনও একমাত্র ব্যাটার যার ঝুলিতে রয়েছে একশো শতরান করার অনন্য নজির। টেস্ট ক্রিকেটে ৫১ শতরানের পাশাপাশি ২০০ ম্যাচে ১৫ হাজার ৯২১ রান রয়েছে সচিনের। যাও এখনও পর্যন্ত কোনও ব্যাটারের পক্ষে সর্বোচ্চ।
আরও পড়ুন- বিদায়-বার্তা মাহির ? কলকাতার ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ জ্ঞাপন ধোনির