গতকাল তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য অমিতাভকে এবারের দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে ২০১৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক খেতাব পদ্মবিভূষণ পান অমিতাভ। এবার তিনি দেশে চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় ট্যুইট করে অমিতাভকে অভিনন্দন জানালেন সচিন
Web Desk, ABP Ananda | 25 Sep 2019 08:15 PM (IST)
গতকাল তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য অমিতাভকে এবারের দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হচ্ছে।
নয়াদিল্লি: ভারতে চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকের জন্য মনোনীত হওয়ায় বলিউড তারকা অমিতাভ বচ্চনকে ট্যুইট করে অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর। তিনি লিখেছেন, ‘বিজয় দীনানাথ চৌহান, পুরা নাম। বাপ কা নাম দীনানাথ চৌহান, মা কা নাম সুহাসিনী চৌহান। গাঁও মান্ডোয়া, উমর ৩৬... এই লাইনটি শুনলে আজও আমার গায়ে কাঁটা দেয়! অমিতজি, আপনি সারা বিশ্বের হৃদয় জয় করতে থাকুন।’