মুম্বই: তিনি খেলার মাঠের কিংবদন্তি। দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দিয়েছেন বারবার। সেই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) মুগ্ধ সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) খেলা দেখে। মঙ্গলবার রাতে যেভাবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে পিছিয়ে পড়ার পরও পাল্টা লড়াই করে ঘুরে দাঁড়ায় ভারত, এবং টাইব্রেকারে স্নায়ুর চাপ সামলে ট্রফি জিতে নেয়, তা দেখে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার। সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরালেন টিম ইন্ডিয়াকে।


ভারতের জয়ের পর সচিন সোশ্যাল মিডিয়ায় সুনীলদের সেলিব্রেশনের ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'শক্তি, সংকল্পের কী অবিশ্বাস্য প্রদর্শন। ইস্পাতকঠিন স্নায়ুর প্রমাণ দিয়েছো তোমরা। বিরাট অভিনন্দন ভারতীয় ফুটবল দলকে। সাফ চ্যাম্পিয়ন ২০২৩'।


 






পরপর খেতাব জয়। ৩০ দিনের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল কাপের পর এবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতলেন সুনীল ছেত্রীরা। কুয়েতকে হারিয়ে (IND vs KUW) নবমবার সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2023) জিতল ভারত। ১২০ মিনিট পরেও ১-১ ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ ম্যাচ জিতলেন ব্লু টাইগার্সরা। লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে পেনাল্টি বাঁচিয়ে ভারতের নায়ক হয়ে উঠেছিলেন গুরপ্রীত সিংহ সাঁধু (Gurpreet Singh Sandhu)। ফের একবার ফাইনালে ভারতের ত্রাতা হয়ে উঠলেন তিনি। পেনাল্টি বাঁচিয়ে ভারতকে জেতালেন খেতাব।


ভারত ও কুয়েত নিজেদের গ্রুপ পর্বের ম্যাচে ১-১ ড্র করেছিল। ফাইনালে নির্ধারিত সময়েও স্কোরলাইন একই ছিল। ম্যাচের শুরুটা দুই দলের কেউই খুব একটা আহামরি করেনি। তবে খানিকটা সময় গড়াতেই কুয়েত ম্যাচের রাশ খানিকটা নিজেদের হাতে নিতে সক্ষম হয়। ১৬ মিনিটেই শাবাইব আল খালদি কুয়েতকে ম্যাচে এগিয়ে দেন। ম্যাচে একাধিক ফাউল, ট্যাকলে কোনও সময়ই দুই দলের খেলায় খুব একটা ছন্দ ছিল না। তবে গোটা টুর্নামেন্ট দুরন্ত পারফর্ম করা লালরিনজুয়ালা ছাংতে ফের ভারতের হয়ে জ্বলে ওঠেন।


সুনীল ছেত্রীর দুরন্ত থ্রু বল পায়ে পান অনিরুদ্ধ থাপা। তাঁর পাস থেকেই ভারতকে ৩৮ মিনিটে ম্যাচে সমতায় ফেরান ছাংতে। দ্বিতীয়ার্ধে কোনও গোল হয়নি। তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই ৩০ মিনিটে দুই দল খুব বড় সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। তাই ১২০ মিনিট শেষে ম্যাচ শ্যুট আউটে গড়ায়। সেখানেই ফের গুরপ্রীতের দৌরাত্ম্যে ম্যাচ জিতল ভারত। 


 




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial