বুলাওয়া: সুপার সিক্সে শ্রীলঙ্কার মতোই ৬ পয়েন্ট নিয়ে উঠেছিল জিম্বাবোয়ে (Zimbabwe Cricket Team)। মোটামুটি ধরেই নেওয়া হয়েছিল যে, ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) মূলপর্বে উঠবেন সিকন্দর রাজারা (Sikander Raza)। দাসুন শনাকাদের সঙ্গে।


কিন্তু কথায় আছে, ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। পরপর ২ ম্যাচ হেরে জিম্বাবোয়ের স্বপ্নের সলিল সমাধি। ভারতের মাটিতে আর ওয়ান ডে বিশ্বকাপে খেলা হচ্ছে না জিম্বাবোয়ের। মঙ্গলবার স্কটল্যান্ডের কাছে ৩১ রানে হেরে গেল জিম্বাবোয়ে। সেই সঙ্গে তাদের বিশ্বকাপের মূল পর্বে ওঠার আশাও শেষ হয়ে গেল।


গ্রুপ পর্বে শীর্ষে থেকে শেষ করেছিল জিম্বাবোয়ে। কিন্তু তাল কাটল তারপর। সুপার সিক্সে পরপর দুটো ম্যাচ হেরে বিশ্বকাপের আশা শেষ হল জিম্বাবোয়ের। দুর্দান্ত প্রত্যাবর্তন করেও পদস্খলন সিকন্দর রাজাদের। প্রথমে শ্রীলঙ্কার কাছে হার। তারপর স্কটল্যান্ডের কাছে হেরে শেষ হল বিশ্বকাপের আশা। ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবোয়ের বিশ্বকাপের স্বপ্নেরও সলিলসমাধি ঘটাল স্কটল্যান্ড।


জিম্বাবোয়েকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাকা করেছিল শ্রীলঙ্কা। জিম্বাবোয়েকে মঙ্গলবার হারাতেই হতো স্কটল্যান্ডকে। কিন্তু মরণবাঁচন ম্যাচে ৩১ রানে হেরে গেল জিম্বাবোয়ে।


বুলাওয়াতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে স্কটল্য়ান্ড। সর্বোচ্চ ৪৮ রান করেন মিশেল লিসক। কেউ হাফসেঞ্চুরি না পেলেও প্রায় প্রত্যেকেই দুই অঙ্কের রান পান। ওপেনিং জুটিতে ওঠে ৫৬ রান। জিম্বাবোয়ের হয়ে তিনটি উইকেট নেন শন উইলিয়ামস। ২টি উইকেট নেন তেন্ডাই চাতারা। একটি উইকেট নেন রিচার্ড গারাভা।


রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবোয়ে। শূন্য রানে ফেরেন জয়লর্ড গাম্বি। এরপর ২ রান করে ফেরেন ক্রেগ আরভিন। সিকন্দর রাজা করেন ৩৪ রান। সর্বোচ্চ ৮৩ রান করেন রায়ান বার্ল। মাত্র ৮৪ বলে। কিন্তু তাঁর লড়াইও দলের পক্ষে যথেষ্ট ছিল না। ৪০ রান করেন ওয়েসলি মাধেভেরে। আর কেউ রান পাননি। ক্রিজে টিকতে পারেনি কোনও জুটি। ৪১.১ ওভারেই সব উইকেট হারিয়ে ২০৩ রানে শেষ হয় জিম্বাবোয়ের ইনিংস।


শ্রীলঙ্কা আগেই মূল পর্বের যোগ্যতা অর্জন করেছে। এই ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বে ওঠার দৌড়ে রইল স্কটল্যান্ড।


আরও পড়ুন: ABP Exclusive: প্রথম ভারতীয় হিসাবে ইন্দোনেশিয়া লিগ খেলছেন, এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনই সংকল্প স্বস্তিকার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial