মুম্বই: বর্ষশেষে গোটা দেশে উৎসবের আবহ। ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য তৈরি হচ্ছে দেশবাসী। আর সেই উৎসবের আবহে খোশমেজাজে রয়েছেন তিনিও। নিজের তারকা দ্যুতি উপেক্ষা করে মাটিতে রীতিমতো পাত পেড়ে বসে খাওয়া দাওয়া করলেন।
তিনি, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মাটিতে বসে গম ও বাজরার রুটি খেলেন। সঙ্গে দেশি ঘি। তরকারি। যে ভিডিও সচিন নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
সচিনের নিজস্ব সংস্থা হান্ড্রেড এমবি-র তৈরি একটি রিলে দেখা যাচ্ছে, খোলা আকাশের নীচে দুই মহিলা রান্না করছেন। কাঠের আগুনে, মাটির উনুনে। সচিন গিয়ে তাঁদের বলছেন, 'বলেছিলাম না আসব। কী রান্না হচ্ছে?' মহিলারা বলছেন, 'গম ও বাজরার রুটি।' সচিন মজা করে বলছেন, 'আমিও রুটি বানাতে পারি। তবে আমার হাতের রুটি গোল হয় না।' যোগ করছেন, 'গ্যাসে রান্নার চেয়ে এটা পুরো আলাদা। এ রান্নার স্বাদই আলাদা।'
এরপরই সচিনকে দেখা যায়, মাটিতে প্লেট নিয়ে বসে পড়ছেন। পাতে রুটি, বাটিতে করে তরকারি। সচিন একটি পাত্র দেখিয়ে জিজ্ঞেস করেন, 'এটাতে কী?' মহিলারা বলেন, 'ঘি।' সচিন সেই বাটি নাকের কাছে ধরে ঘ্রাণ নিয়ে বলেন, 'অপূর্ব।' তারপর তিনি রুটিতে ঘি মাখিয়ে নেন। বলেন, 'এত ঘি জীবনে খাইনি।'
সচিনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন নেটিজেন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সচিন স্যার খুবই নম্র এবং মাটির কাছাকাছি। প্রার্থনা করছি নতুন বছরে ভাল থাকবেন।’ অন্য একজন নেটিজেন লিখেছেন, ‘বাহ স্যার..আপনি খুবই নম্র।’ আর একজন লিখেছেন, ‘স্যার সত্যিই আপনি মাটির মানুষ। আমাদের সকলের অনুপ্রেরণা।’
সচিন তেন্ডুলকর ভোজনরসিক। তাঁর প্রিয় পাস্তা থেকে শুরু করে গোয়ান ডিশ, বিভিন্ন সময় নানা পদ উপভোগ করার কথা ভক্তদের সঙ্গে ভাগ করেছেন সচিন। তাঁর সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে ভক্তদের কাছে নিজের ভোজনরসিক হওয়ার বেশ কিছু প্রমাণ দিয়েছেন। সেভাবেই সচিনের এই ভিডিও তাঁর খাবার প্রেমকে ফুটিয়ে তুলছে।
আরও পড়ুন: 'গাড়িটা আস্তে চালাস', পন্থকে আগেই সাবধান করেছিলেন ধবন