লিঙ্কডইনে প্রথম পোস্টে ক্রিকেটার থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার কথা জানিয়েছেন সচিন। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ব্যবসার কোনও মিল নেই। দুটো সম্পূর্ণ আলাদা ক্ষেত্র। তিনি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছেন। লিঙ্কডইনে যোগ দিলেন সচিন
Web Desk, ABP Ananda | 02 Mar 2017 06:16 PM (IST)
নয়াদিল্লি: ফেসবুক, ট্যুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্ক সাইটের পর এবার পেশাদারী নেটওয়ার্কিং সাইট লিঙ্কডইনে যোগ দিলেন সচিন। আজ ট্যুইট করে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে লিঙ্কডইনে যোগ দিলেন সচিন। সারা বিশ্বে ৫০০-র বেশি ব্যক্তি প্রভাবশালী হিসেবে লিঙ্কডইনের সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে সচিনই প্রথম ক্রিকেটার। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সাংসদ শশী তারুর, অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও লিঙ্কডইনে প্রভাবশালী হিসেবে আছেন।