মুম্বই: মাঠে তিনি কিংবদন্তি। বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের গ্রহের হেন কোনও রেকর্ড নেই যেটা তাঁর অধরা। জানেন কি, সেই সচিন তেন্ডুলকর তাঁর কেরিয়ারে এমন চোট পেয়েছিলেন যে, তিনি টেরই পাননি তাঁর পাঁজর ভেঙে গিয়েছে! এবং সেই অবস্থাতেও দেশের স্বার্থে যন্ত্রণা উপেক্ষা করে খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি।


দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে একাধিকবার চোটের কবলে পড়েছেন সচিন। অদম্য জেদেই সমস্ত বাধা অতিক্রম করেছেন। তবে একবার পাকিস্তানের ফাস্টবোলার শোয়েব আখতারের বলে এমন চোট পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার যে, তাঁর পাঁজর ভেঙে যায়। আর সেই চোটের গুরুত্ব বুঝতেই পারেননি সচিন।


ঘটনাটি ২০০৭ সালের। পাকিস্তানের ভারত সফরে আখতারের বল তাঁর পাঁজর ভেঙে দেওয়ার পরেও না জেনেই খেলা চালিয়ে যান সচিন। সেই সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে ওই আঘাত নিয়েই ঐতিহাসিক ত্রিদেশীয় টুর্নামেন্ট জেতান সচিন। সেই ঘটনার কথা নিজেই জানিয়েছেন তিনি। একটি অনুষ্ঠানে সচিন বলেছেন, ‘২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় শোয়েব আখতারের একটি বল আমার পাঁজরে লাগে। প্রায় এক-দুমাস ব্যাথায় আমি ঠিক করে ঘুমোতে পারতাম না। কিন্তু সেই অবস্থাতেই আমি নিজের খেলা চালিয়ে যাই। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষ করে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই আমি সব ম্যাচ খেলতে থাকি। তবে অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে কুঁচকির চোটের কারণে আমি আমার সারা শরীর স্ক্যান করার সিদ্ধান্ত নিই। তখন জানতে পারি যে আমার পাঁজর ভাঙা।’


করোনামুক্ত ঋদ্ধিমান, আজ রাতেই ফিরছেন কলকাতায়


২৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে অনেক সাফল্য পেয়েছেন। তাঁর ব্যাটের দাপটে ভারতীয় দল পেয়েছে অনেক গৌরবময় জয়। দেশে ও বিদেশের মাঠে বারবার জ্বলে উঠেছে তাঁর ব্যাট। একটি অনুষ্ঠানে সচিন বলেছেন, 'কত যে বিনিদ্র রজনী কাটাতে হয়েছে। বড় ম্যাচের আগে রাতে ঘুম হতো না। ১০-১২ বছর ধরে মানসিক উদ্বেগের সঙ্গে লড়াই করতে হয়েছে। পরের দিকে এটা মেনে নিয়েছিলাম যে, এই উদ্বেগ আমার প্রস্তুতিরই অঙ্গ।'