এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি খামারবাড়িতে ছুটি কাটাচ্ছেন সচিন। তাঁর পরনে টি-শার্ট ও হাফ প্যান্ট। কিছুক্ষণের মধ্যেই লেবু পাড়লেন সচিন। যিনি ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি বলে বসলেন, আম গাছ থেকে লেবু পেড়েছেন মাস্টার! সচিনই লেবুটি তুলে ধরে তাঁর ভুল শুধরে দিলেন। ভিডিওতে দেখুন, আঁকশি দিয়ে গাছ থেকে লেবু পাড়লেন সচিন তেন্ডুলকর
Web Desk, ABP Ananda | 18 Jan 2018 10:47 PM (IST)
নয়াদিল্লি: আঁকশি দিয়ে গাছ থেকে লেবু পাড়ছেন ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকর। অন্য একজন ভিডিও তোলার পাশাপাশি ধারাভাষ্যও দিচ্ছেন। মজার এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সচিন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল।