কলকাতা: টিম ইন্ডিয়ার কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়৷ মিস্টার ডিপেন্ডেবলকে প্রস্তাব বিসিসিআই-এর৷ তবে, এখনও এ-বিষয়ে সিদ্ধান্ত নেননি রাহুল৷
'দ্য ওয়াল'৷ সচিন, সৌরভদের পাশে বাইশ গজকে শাসন করেছেন দীর্ঘদিন। তাও আবার নিজস্ব ধ্রুপদী ঘরানায়৷ অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বও সফলভাবে সামলেছেন। আর, এবার ভারতীয় ক্রিকেটের বর্তমান প্রজন্মের দায়িত্বও তাঁর হাতে তুলে দিতে চায় বিসিসিআই৷ তিনি, রাহুল দ্রাবিড়৷
ভারতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে রবি শাস্ত্রীর চুক্তি ছিল টি-২০ বিশ্বকাপ পর্যন্ত৷ ভারত সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয় শাস্ত্রীর মেয়াদ৷ পরবর্তী কোচ বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় সচিন, সৌরভ ও লক্ষ্মণকে নিয়ে গঠিত পরামর্শদাতা কমিটিকে৷ তাঁরাই এই প্রস্তাব দেন দ্রাবিড়কে৷ মিস্টার ডিপেন্ডেবলের সঙ্গে একপ্রস্থ কথাবার্তাও হয়েছে তাঁদের৷ যদিও, এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেননি রাহুল৷
ব্যাট হাতে ছিলেন টিম ইন্ডিয়ার ভরসা৷ ব্যাট তুলে রাখার পরও মিস্টার ডিপেন্ডেবল৷ আইপিএলে রাজস্থান রয়্যালসের চিফ মেন্টরের ভূমিকায় সফল৷ বর্তমানে তিনি দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টরের ভূমিকায় নিযুক্ত। তাঁর কোচিংয়েই এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ইশান কিষাণের ভারত৷ তবে, ধোনি-কোহলিদের কোচের ভূমিকায় ভারতীয় ক্রিকেটের একসময়ের দুর্ভেদ্য দেওয়ালকে দেখা যাবে কি না, তা বলবে সময়৷ আগামী মঙ্গলবার ফের দ্রাবিড়ের সঙ্গে কথা বলবে পরামর্শদাতা কমিটি৷ সম্ভবত, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত৷