নয়াদিল্লি: ব্যবহার করা হয়েছে মাস্টার ব্লাস্টারের নাম। ব্যাটে ব্যবহৃত হয়েছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তীর ছবিও। কথা ছিল বছর খানেকের মধ্যে অন্তত ১ মিলিয়ন ডলার দেওয়া হবে। বাকি টাকা চুক্তি অনুযায়ী মিটিয়ে দেওয়া হবে। ২০১৬ সালের সেই চুক্তির পর অস্ট্রেলীয় ব্যাট প্রস্তুতকারক সংস্থার থেকে কানাকড়িও পাননি বলে অভিযোগ সচিন তেন্ডুলকরের। তিনি ওই সংস্থাকে চুক্তি অনুযায়ী টাকা মিটিয়ে দেওয়ার কথা বললেও তাঁরা কোনও রকম যোগাযোগ করেনি। গত বছর সচিন চুক্তি ভাঙেন এবং ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক সংস্থাকে বলেন, এরপর যেন তাঁর ছবি ও নাম ব্যবহার করে প্রচার না করা হয়। ভারতীয় কিংবদন্তীর সেই কথাও রাখা হয়নি। আর সেকারণেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন তেন্ডুলকর।


২ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ কেটি টাকা ওই অজি সংস্থার থেকে পান সচিন। এবার সেই মর্মেই আইনি পদক্ষেপ নিতে চলেছেন মাস্টার ব্লাস্টার।