নিজের বায়োপিকের টিজার পোস্টার প্রকাশ করলেন সচিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2016 12:43 PM (IST)
NEXT
PREV
মুম্বই: নিজের ওপর তৈরী হওয়া বায়োপিকের টিজার পোস্টার প্রকাশ করলেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস্’ নামাঙ্কিত এই ছবির মাধ্যমে রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন ৪২ বছরের সচিন। ছবিটি পরিচালনা করেছেন পুরস্কারজয়ী ব্রিটিশ পরিচালক জেমস এর্সকিন।
প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে সচিন প্যাড পরে হাতে ব্যাট নিয়ে ক্রিকেট মাঠে হাঁটছেন। নীচে শিরোনামে লেখা, ’৫৫ ডেজ অফ ট্রেনিং। ওয়ান পেয়ার অফ ট্রাউজার্স। দ্য সচিন স্টোরি।’ (৫৫ দিনের অনুশীলন। এক জোড়া ট্রাউজার্স। সচিনের গল্প।)
ছবির প্রথম টিজার মুক্তি পাবে আগামী ১৪ তারিখ। তাও উল্লেখ করা হয়েছে পোস্টারে। এদিন টুইটারে ছবি প্রকাশ করে প্রাক্তন ক্রিকেটার লেখেন, এত বছর ধরে ভালবাসা ও সমর্থন দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।
[embed]https://twitter.com/sachin_rt/status/719460568105488385[/embed]
মুম্বই: নিজের ওপর তৈরী হওয়া বায়োপিকের টিজার পোস্টার প্রকাশ করলেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস্’ নামাঙ্কিত এই ছবির মাধ্যমে রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন ৪২ বছরের সচিন। ছবিটি পরিচালনা করেছেন পুরস্কারজয়ী ব্রিটিশ পরিচালক জেমস এর্সকিন।
প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে সচিন প্যাড পরে হাতে ব্যাট নিয়ে ক্রিকেট মাঠে হাঁটছেন। নীচে শিরোনামে লেখা, ’৫৫ ডেজ অফ ট্রেনিং। ওয়ান পেয়ার অফ ট্রাউজার্স। দ্য সচিন স্টোরি।’ (৫৫ দিনের অনুশীলন। এক জোড়া ট্রাউজার্স। সচিনের গল্প।)
ছবির প্রথম টিজার মুক্তি পাবে আগামী ১৪ তারিখ। তাও উল্লেখ করা হয়েছে পোস্টারে। এদিন টুইটারে ছবি প্রকাশ করে প্রাক্তন ক্রিকেটার লেখেন, এত বছর ধরে ভালবাসা ও সমর্থন দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।
[embed]https://twitter.com/sachin_rt/status/719460568105488385[/embed]
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -