মুম্বই: টোকিও অলিম্পিক্সে হকিতে রবিবার অনন্য নজির গড়েছে ভারত। ৪৯ বছর পর অলিম্পিক্সে সেমিফাইনালে উঠেছে ভারতীয় পুরুষ হকি দল। অলিম্পিক্সে দলের এই সাফল্যকে কুর্ণিশ জানালেন সচিন তেন্ডুলকর। নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের জয়ের মুহূর্তের একটি ছবির সঙ্গে পোস্ট করে লিখেছেন, 'ভারতীয় হকি দলকে অনেক অনেক শুভেচ্ছা। দারুণ পারফর্ম করেছে ওরা। অসাধারণ টিম গেম, একতা দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আমরা সবাই তোমাদের জন্য গলা ফাটাব। পরবর্তী ম্যাচের জন্য শুভেচ্ছা রইল। চক দে ইন্ডিয়া...।' 



গ্রুপ পর্বে বরবরই অপ্রতিরোধ্য ছিল ভারতীয় হকি দল। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হারতে হয়েছিল ভারতকে। ৭-১ গোলে হারতে হয়েছিল সেই ম্যাচে মনপ্রীত, দিলপ্রীতদের। কিন্তু ওই একটি ম্যাচ বাদ দিলে বাকি কোনও ম্যাচেই আর পেছনে ফিরে তাকাতে হয় ভারতীয় দলকে। সব ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। 


ভারতের হয়ে তিনটে গোল করেন দিলপ্রীত সিংহ, গুরজন্ত সিংহ ও হার্দিক সিংহ। প্রথম কোয়ার্টারের কিছুক্ষণের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দেন দিলপ্রীত সিংহ। এরপর দ্বিতীয় কোয়ার্টারে গোল করেন গুরজন্ত সিংহ। হাফটাইমে ২-০ গোলে লিড করছিল ভারত। কিন্তু এরপরই তৃতীয় কোয়ার্টারে এসে ১ গোল শোধ করে গ্রেট ব্রিটেন। তৃতীয় কোয়ার্টারে যদিও সমতা ফেরাতে পারেনি গ্রেট ব্রিটেন। এরপর চতুর্থ কোয়ার্টার ফাইনালে ভারতের হয়ে আরও একটি গোল করেন হার্দিক সিংহ। এরপর আর ম্যাচে ফিরে আসতে পারেনি গ্রেট ব্রিটেন। শেষ চারের লড়াইয়ে সামনে এবার বেলজিয়াম। বেশ শক্তিশালী প্রতিপক্ষ বেলজিয়াম। 


এর আগেও অলিম্পিক্স থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য পাওয়ার পর তা নিজের নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় ব্য়ক্ত করতে দেখা গিয়েছে সচিনকে। মীরাবাঈ চানু অলিম্পিক্সে ভারোত্তোলনে পদক পাওয়ার পরও সচিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সিন্ধুকে নিয়েও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন সচিন।