নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মাঠের বাইরেও তিনি বিধ্বংসী মেজাজে। তিনি ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার তাঁর বিভিন্ন মন্তব্য অনেক সময়ই শোরগোল ফেলেছে। জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ব্যতিক্রমী কিছু মন্তব্যের জন্য সুপরিচিত হয়ে উঠেছেন। আজ নজফগড়ের নবাবের ৩৯ তম জন্মদিন। দেশের ক্রিকেট মহল ও অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন বীরুকে। তালিকায় রয়েছেন ক্রিকেটে ১০০ টি সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকরও। সচিনের এই বার্তাটাও যথেষ্ট ব্যতিক্রমী। একেবার সহবাগোচিত ঢঙে এক সময়ের ওপেনিং জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন।

দুজনের ওপেনিং জুটি একটা সময় ক্রিকেট বিশ্বে সমীহ আদায় করে নিয়েছিল। বিশেষ করে ২০০৩-এর বিশ্বকাপে এবং তার আগে এই জুটি কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। সচিন তাঁর বার্তাটতে অক্ষরগুলো উল্টোভাবে সাজিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বীরু! নতুন বছরটা দারুন হোক।মাঠে যা বলেছি, সব সময়ই ঠিক তার উল্টো করেছ। সেজন্য আমি এভাবেই লিখলাম’।





বিসিসিআই-এর শুভেচ্ছা বার্তা বলা হয়েছে, টেস্টে ওপেনিংয়ের নয়া সংজ্ঞা তৈরি করেছিলেন সহবাগ।

 




আসলে আক্রমণাত্মক ব্যাটিংয়ের দৌলতে বিশ্ব ক্রিকেটের বিপজ্জনক ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন বীরু। যে কোনও ফর্ম্যাটেই বিপক্ষের বোলারদের ত্রাস ছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে তাঁর দুটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে। এখনও পর্যন্ত মাত্র চারজনের এই কৃতিত্ব রয়েছে। বীরু ছাড়া বাকি তিনজন হলেন, স্যর ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা ও ক্রিস গেইল।

একদিনের ক্রিকেটে রয়েছে ডাবল সেঞ্চুরিও। সচিনের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।