ক্রিকেট থেকে অবসর পাক স্পিনার সইদ আজমলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2017 03:10 PM (IST)
করাচি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন পাকিস্তানের অফ স্পিনার সইদ আজমল। কেরিয়ারে দুবার তাঁর বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হয়েছে। সংশোধিত বোলিং অ্যাকশনে উইকেট নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। সফল কিন্তু বিতর্কে ঢাকা কেরিয়ারে একটা সময় একদিনের ম্যাচ ও টি ২০ তে বিশ্বের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছিলেন তিনি। টেস্টেও দারুন সাফল্য ছিল তাঁর। ২০১২ তে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টে ২৪ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এরপরই চাকিংয়ের অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষিত হন তিনি। দ্বিতীয়বার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ জমা পড়ে ২০১৪-তে। প্রথমবার এ ধরনের অভিযোগ উঠেছিল ২০০৯-এ। ৩৫ টেস্টে তাঁর সংগ্রহ ১৭৮ উইকেট। ১১৩ টি একদিনের ম্যাচ খেলে তিনি দখল করেছেন ১৮৪ উইকেট। ৬৪ টি২০ ম্যাচে তাঁর সংগ্রহে ৮৫ উইকেট। বোলিং অ্যাকশনের ত্রুটি সংশোধন করে ২০১৫ তে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটে তাঁর। কিন্তু তাঁর বোলিংয়ের সেই কামড় আর ছিল না। ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে দুটি একদিন ও একটি টি ২০ ম্যাচে মাত্র ১ উইকেট পান তিনি। তারপর আর জাতীয় দলে সুযোগ পাননি আজমল। রাওয়ালপিন্ডিতে চলতি ন্যাশনাল টি-২০ টুর্নামেন্ট শেষে সকল প্রকার ক্রিকেট থেকে অবসর নেবেন বলে গতকাল জানিয়েছেন আজমল।