বেঙ্গালুরু: নির্ধারিত ৯০ মিনিটে শেষ হল না ফাইনাল। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারলেন না। সাফ চ্যাম্পিয়শিপের ফাইনালে (SAFF Championship 2023 Final) ভারত ও কুয়েতের (IND vs KUW) ম্যাচের স্কোরলাইন ১-১। এবার অতিরিক্ত সময়ে পৌঁছল খেলা।
ভারত ও কুয়েত নিজেদের গ্রুপ পর্বের ম্যাচে ১-১ ড্র করেছিল। ফাইনালে নির্ধারিত সময়ে স্কোরলাইন কিন্তু একই রইল। ম্যাচের শুরুটা দুই দলের কেউই খুব একটা আহামরি করেনি। তবে খানিকটা সময় গড়াতেই কুয়েত ম্যাচের রাশ খানিকটা নিজেদের হাতে নিতে সক্ষম হয়। ১৬ মিনিটেই শাবাইব আল খালদি কুয়েতকে ম্যাচে এগিয়ে দেন। দুরন্ত প্রতিআক্রমণ রুখতে ভারতীয় দলের রক্ষণ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। নিখিল পূজারি বল দখলে রাখতে ব্যর্থ হন, আকাশ কুরুনিয়ান ট্র্যাক ব্যাক করেননি। ফলে বাঁ-দিক আকাশ মিশ্র একা পড়ে যান।
সেই সুযোগেই গোল করে দলকে এগিয়ে দেন আল খালদি। গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধুর করার তেমন কিছুই ছিল না। এ বছরে প্রথমবার পিছিয়ে পড়ে ভারতীয় দল। আশিক, সাহালরা আক্রমণ বিভাগে প্রভাব ফেলতে ব্যর্থ হন। সুনীল ছেত্রী গোল করার একটি সুযোগ পেয়েছিলেন বটে। তবে ছাংতের বাড়ানো বল থেকে ছেত্রীর শট রুখে দেন কুয়েত গোলরক্ষক মারজুক। তবে ম্যাচের ৩৯ মিনিটে ভারতীয় দল প্রমাণ করে দেয় যে এই দল সহজে হাল ছাড়ার পাত্র নয়।
পূজারি কুরুনিয়ানকে বল বাড়ান। তা কুরুনিয়ানের পা থেকে চলে যায় সুনীল ছেত্রীর কাছে। ভারতীয় অধিনায়কের দুরন্ত পাস থেকে আব্দুল সামাদ বল পেয়ে ছাংতের উদ্দেশে বল বাড়ান। দ্বিতীয় পোস্টে ছাংতেই গোল করে ভারতকে ম্যাচে ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরে। প্রথমার্ধে আনোয়ার আলি আহত হয়ে মাঠ ছাড়ায় ভারতীয় দলের ব্যাকলাইন থেকে লম্বা বল খেলার দক্ষতায় কিছুটা ভাটা পড়ে। তাঁর পরিবর্ত হিসাবে নামা মেহতাব সিংহ বেশ কয়েকবার চাপের মুখে পড়েন বটে। তবে রোহিত কুমার মাঠে নামার পর ভারতের রক্ষণ মজবুত হয়। তা সত্ত্বেও গুরপ্রীত না থাকলে ফের একবার নাগাড়ে দ্বিতীয় ম্যাচে ৯০ মিনিটের পর কুয়েতের বিরুদ্ধে গোল হজম করতে হত ভারতকে।
গুরপ্রীত ম্যাচের শেষ মুহূর্তে মহম্মদ আব্দুল্লার শট দুরন্তভাবে বাঁচিয়ে দেন। ভারতীয় দলও গোল করার কিছু সুযোগ পেয়েছিল বটে। কুমারের কাটব্যাক সঠিক ঠিকানায় পৌঁছয়নি। অপরদিকে উদান্তা সিংহ গোলের সামনে পৌঁছে গেলেও, পা পিছলে গোল করার সুযোগ হাতছাড়া করেন। শেষমেশ নির্ধারিত সময়ে ১-১ শেষ হল ম্যাচ। ভারতের নাগাড়ে দ্বিতীয় ম্যাচে অতিরিক্ত সময়ে গড়াল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস