বেঙ্গালুরু: সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2023) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কঠিন প্রতিপক্ষ কুয়েতের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল (India vs Kuwait)। গোটা ম্যাচ জুড়েই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন সমর্থকরা। তবে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও দুর্ভাগ্যবশত শেষমেশ এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল সুনীল ছেত্রীদের (Sunil Chhetri)। ১-১ ড্রয়ে শেষ হল ম্যাচ। গোল করেও দলকে জেতাতে পারলেন না সুনীল ছেত্রী। এই ড্রয়ের ফলে গ্রুপ 'বি'-র শীর্ষে শেষ করার সুযোগও হাতছাড়া করলেন ব্লু টাইগার্সরা। যদিও প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনালের জায়গা আগেই পাকা করে রেখেছিল ভারত।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন ছেত্রী। তবে দ্বিতীয় পোস্টে আকাশ মিশ্রর বাড়ানো বলের সঙ্গে অল্পের জন্য সংযোগ ঘটাতে পারেননি ছেত্রী। ম্যাচের বিশতম মিনিটে শাবাইব আলখালদি কুয়েতের হয়ে দূরপাল্লার একটি শট নেন বটে, তবে তিনি তেকাঠির মধ্যে শট রাখতে পারেননি। ম্যাচের প্রথম তিরিশ মিনিট ভারতীয় দল ম্যাচে নিজেদের দাপট দেখালেও ধীরে ধীরে ম্যাচে ফেরে কুয়েত। গোটা প্রথমার্ধ জুড়েই ভারতীয় তারকারা বারংবার ছেত্রীকে দিয়ে গোল করানোর প্রচেষ্টায় ছিলেন। শেষমেশ প্রথমার্ধের ইনজুরি টাইমে সেই লক্ষ্যে সফল হয় ভারত।
ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে অনিরুদ্ধ থাপার কর্নার থেকে সাইড ফুডে দুরন্ত গোল করেন ছেত্রী। এটি তাঁর কেরিয়ারের ৯২তম আন্তর্জাতিক গোল। এই গোলের সুবাদেই নতুন ইতিহাসও লিখলেন ছেত্রী। সাফ চ্যাম্পিয়নশিপে এটি ভারতীয় অধিনায়কের ২৪তম গোল। এই গোলের সুবাদেই আলি আশফাককে পিছনে ফেলে এই টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন ছেত্রী।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিন্তু গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় কুয়েত। কুয়েতের হয়ে আলখালদি বারংবার ভারতের রক্ষণ ভাঙার চেষ্টা করেন। কিন্তু বারবারই ভারতীয় রক্ষণের সামনে আটকে যাচ্ছিলেন তিনি। ম্যাচের শেষের দিকে দুই দলের খেলোয়াড়রা ঝামেলায় জড়িয়ে পড়েন। এর ফলে ভারতের রহিম আলি এবং কুয়েতের আমেদ আলখালাফ লাল কার্ডও দেখেন। ম্যাচের ৯২তম মিনিটে শেষমেশ গোল হজম করতে হয় ভারতকে। আব্দুল্লার ক্রস আনোয়ার আলির পায়ে লেগে অমরিন্দরের মাথার উপর দিয়ে চলে যায়। ভারতীয় গোলরক্ষকের কাছে বল বাঁচানোর আর কোনও সুযোগ ছিল না। হতাশাজনকভাবে এই আত্মঘাতী গোলের জেরেই ভারতকে ১-১ ম্যাচ ড্র করেই খুশি থাকতে হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?