কলকাতা: ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি মনে করেন যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ঋষভ পন্তের জায়গায় সুযোগ পাওয়া উচিত ঋদ্ধিমান সাহার। তিনি মনে করেন, ঋষভকে এখনও অনেক কিছু শিখতে হবে।


ভারতীয় দলের হয়ে ঋষভের কেরিয়ার সবে শুরু হয়েছে। কিন্তু এরমধ্যে তাঁর ধারাবাহিকতার অভাব এবং বিশেষ করে গত বিশ্বকাপ ও চলতি ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শট বাছাইয়ের ক্ষেত্রে বিবেচনার অভাব সবাইকে হতাশ করেছে।

ভারতের হয়ে ৮৮ টেস্ট খেলা কিরমানি বলছেন, সাহা চোট পেয়েছিলেন। তাই তাঁর দিল্লির উইকেটরক্ষকের সমান সুযোগ পাওয়া উচিত।

কিরমানি বলেছেন, ঋষভ এখনও শিক্ষানবিশ।  ও নিশ্চিতভাবেই সহজাত প্রতিভাধর কিন্তু ওকে এখনও অনেক কিছু শিখতে হবে।

১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য বলেছেন, ফিল্ডিংয়ের সবচেয়ে কঠিন জায়গা উইকেটকিপিং। এমনটা নয় যে, কেউ গ্লাভস পরে ফেললেই কিপিং করতে পারবে।

নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান  জামাইকায় পরের টেস্টে সাহাকে ভারতীয় দলে খেলতে দেখতে চেয়েছেন। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত সাহাকে চোটের সমস্যায় ভুগতে হয়েছিল। ওকে সমান সুযোগ দিতে হবে। ওকে যদি সুযোগ দেওয়া না হয়, তাহলে ওকে দলে নেওয়ার অর্থ কী। পারফরম্যান্সের ভিত্তিতে বিচার করতে হবে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়ে সাহা দলে এসেছিল। একজন যদি আড়ালে চলে যায়, তাহলে অন্যজন তার জায়গা নেয়। এক্ষেত্রে কার্তিক ও ঋষভরা এসেছে। এখন দেখতে হবে, মাঠে- ব্যাটিং বা উইকেটকিপিং- অলরাউন্ড দক্ষতার ক্ষেত্রে কে বেশি ধারাবাহিক।

মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে অহেতুক জল্পনা পছন্দ নয় ৬৯ বছরের কিরমানি। তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভারটি ধোনির ওপরই ছেড়ে দেওয়া হোক। একটা সময়ে ও অবসর নেবে। অযথা বিষয়টি নিয়ে আলোচনা করা ঠিক নয়।

কিরমানি চাইছেন, অবসরের আগে ধোনি জুনিয়রদের তৈরি করুন।