কলকাতা: জাতীয় দলের হয়ে বারবার আক্রমণে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাঁকে। এবারের আইএসএলে নতুন চ্যালেঞ্জ। নতুন দল। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই তাঁকে খেলাবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant), এই পরিকল্পনার কথা জেনেই সবুজ-মেরুন শিবিরে সই করেছেন সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। বিশ্বাস করেন, এই সিদ্ধান্ত তাঁর ফুটবলে আরও উন্নতি আনবে।


দিন দশেক আগে ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলা অ্যাটাকিং মিডফিল্ডার কেরল ব্লাস্টার্সের সাহাল আব্দুল সামাদকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি ও এক ফুটবলারের পরিবর্তে সই করায় সবুজ-মেরুন বাহিনি। গত মরশুমে আইএসএলে তিনি কুড়িটি ম্যাচ খেলে তিনটি গোল করেন ও দু’টি গোলে সহায়তা দেন। এছাড়াও সুপার কাপে তিনটি ম্যাচে একটি গোলে সহায়তা ছিল তাঁর। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল কাপে মঙ্গোলিয়ার বিরুদ্ধে একটি গোল করেন তিনি। তবে গোল করার চেয়ে গোলের সুযোগ তৈরিতে তিনি বেশি পারদর্শী।


আসন্ন মরশুমে যে দল গড়েছে মোহনবাগান এসজি, তাতে একাধিক বিশেষজ্ঞ স্ট্রাইকার রয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে কাতারে গত বিশ্বকাপের আসরে মাঠে নামা সেন্টার ফরোয়ার্ড জেসন কামিংস ও আলবানিয়ার জাতীয় দলের হয়ে ইউরো ২০১৬-য় খেলা সেন্টার ফরওয়ার্ড আরমান্দো সাদিকু রয়েছেন হুয়ান ফেরান্দোর দলে। তাঁদের গোলের বল সাপ্লাই করার জন্য হুগো বুমৌস, দিমিত্রিয়স পেট্রাটসের মতো দুর্দান্ত অ্যাটাকিং মিডফিল্ডারও রয়েছেন সবুজ-মেরুন শিবিরে। তাঁদের সঙ্গে সাহাল যোগ দিলে দলের আক্রমণ বিভাগ বেশ শক্তিশালী হয়ে উঠবে, এমনই ধারণা থেকে তাঁকে নেওয়া হয়েছে।


তারকা মিডফিল্ডার বলেছেন, "অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেই আমি সবচেয়ে স্বচ্ছন্দ। কারণ, এই পজিশনেই আমি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারি। বিভিন্ন ক্লাবের সঙ্গে কথা বলার সময় আমি প্রথমেই জেনে নিই, আমাকে তারা কোন জায়গায় খেলাতে চায়। মোহনবাগান সুপার জায়ান্ট আমাকে স্পষ্ট জানিয়ে দেয় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই তারা আমাকে চায়। ওদের এই পরিকল্পনাই আমাকে এই ক্লাবে সই করতে উদ্বুদ্ধ করে। ওদের ভবিষ্যৎ পরিকল্পনাও আমার খুবই ভাল লেগেছে। সবচেয়ে বড় কথা হিরো আইএসএলে ওদের ট্র্যাক রেকর্ডও বেশ ভাল।"


সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব আল এতিহাদ অ্যাকাডেমিতে চার বছর প্রশিক্ষণ নেওয়ার পরে ২০১৭-র সেপ্টেম্বরে কেরল ব্লাস্টার্সে যোগ দেন তিনি। ভারতীয় দলের জার্সি গায়ে ৩০টি ম্যাচ খেলে তিনটি গোল করেছেন তিনি। আইএসএলে এ পর্যন্ত ৯২টি ম্যাচে ১০টি গোল করেছেন সাহাল। তিনি যোগ দেওয়ায় সবুজ-মেরুন বাহিনির মাঝমাঠের শক্তি যে অনেকটাই বেড়ে গিয়েছে, এই নিয়ে কোনও সন্দেহ নেই।


সাহাল বলেছেন, "আমার কাছে এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে? মোহনবাগানের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত এবং আমার ভবিষ্যৎ এখানে কেমন হতে পারে, তা ভেবে আমি রোমাঞ্চিত। আমার মনে হয় আমি একেবারে সঠিক সিদ্ধান্তই নিয়েছি।"


আরও পড়ুন: হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial