গুয়াহাটি: স্ট্রেট গেমে পিভি সিন্ধুকে হারিয়ে জাতীয় সিনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস খেতাব ধরে রাখলেন সাইনা নেহওয়াল। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৮. ২১-১৫। অন্যদিকে, পুরুষদের ফাইনালে স্ট্রেট গেমে লক্ষ্য সেনকে হারিয়ে টানা তিনবার খেতাব জিতলেন সৌরভ বর্মা। সাইনা ও সৌরভ পেলেন ৩.২৫ লক্ষ টাকা করে। সিন্ধু ও লক্ষ্য পেলেন ১.৭০ লক্ষ টাকা করে।
খেতাব জয়ের পর সাইনা বলেছেন, ‘ভাল ম্যাচ হয়েছে। আমরা দু’জনেই ভাল খেলেছি। এই ধরনের পরিবেশে জাতীয় খেতাব জিতে দারুণ লাগছে। সিন্ধু বেশ কিছুদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলছে। আমরা দু’জনেই ভাল খেলছি। ও খুব কঠিন প্রতিপক্ষ। ম্যাচটি মোটেই সহজ ছিল না। কঠিন লড়াই হয়েছে। সিন্ধু সহজ কিছু ভুল করায় আমি জিতেছি।’
সিন্ধুকে হারিয়ে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখলেন সাইনা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Feb 2019 08:25 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -