হায়দরাবাদ: ২০১৫ সালে ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজ জয়৷ তারপরে বিশ্বের এক নম্বর শাটলার হওয়া৷ কিন্তু চলতি বছরের সুরুতে চোটে জর্জরিত হয়ে কার্যত সার্কিটের বাইরে দীর্ঘদিন ধরে থাকা৷চোট থেতকে ফিরপে ইন্ডিয়া ওপেন হোক  বা মালয়েশিয়ান ওপেন৷ কিংবা ইন্দোনেশিয়া সুপার সিরিজ৷ সব টুর্নামেন্টেই ছন্দ হারিয়ে ফেলা সাইনার পারফরম্যান্স ছিল নিম্নমুখী৷ অলিম্পিকের বছরের শুরুতে যদি এই পারফরম্যান্স হয়, তবে কি ব্যাডমিন্টনে পদকের আশা ক্রমশ কমছে? এই প্রশ্ন যখন উকি দিচ্ছে ব্যাডমিন্টন মহলে৷ তখনই অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ জয় সাইনা নেহওয়ালের৷ দেশে ফেরার পর সাইনার দাবি, তিনি আগের মতই কোর্টে আরও দ্রুত ও আগ্রাসী হয়ে উঠছেন৷ সাইনা বলেন, আমি চাই আরও আগ্রাসী হতে৷ আরও দ্রুততর হতে৷ চোটের জন্য আমার গতি কমে গিয়েছিল ঠিক!এখন মনে হচ্ছে ফের আগের মত ছন্দ ফিরে পাচ্ছি৷
সাইনার এই মন্তব্যে ফের নতুন করে আশা দেখছে ভারতীয় ব্যাডমিন্টন মহল৷ সাইনার এখন লক্ষ্য শুধুই অলিম্পিক৷ যার জন্য ১ মাস আগের থেকে নিবিড় প্রস্তুতি শুরু করবেন হায়দরাবাদী শাটলার৷