সিডনি: পদক জয়ের আশা বাড়িয়ে অলিম্পিক্সের আগে ফর্মে সাইনা নেহওয়াল৷ পৌঁছলেন অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে৷ সেমিফাইনালে উড়িয়ে দিলেন বিশ্বের ২ নম্বর ব্যাডমিন্টন তারকাকে।
ফোকাসে এখন রিও অলিম্পিক৷ আর, তার আগে দুরন্ত ফর্মে সাইনা নেহওয়াল৷ অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে উঠলেন ভারতীয় এই এস শাটলার৷ সেমিফাইনালে কার্যত ছেলেখেলা করলেন বিশ্বের ২ নম্বর ব্যাডমিন্টন তারকা ইহান ওয়াংকে নিয়ে৷ ২০১১-তে বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ইহান৷ ২০১২-অলিম্পিকে রুপো উঠেছিল তাঁর হাতে৷
ইহানকে সাইনা হারালেন ২১-৮, ২১-১২ গেমে৷ ম্যাচ গড়িয়েছে আধঘণ্টার কিছু বেশি সময়৷
প্রথম গেমে দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে৷ ক্ষুরধার অ্যাঙ্গুলার রিটার্নে কার্যত পর্যুদস্ত করেন চিনের ব্যাডমিন্টন তারকাকে৷ সাইনার বিষাক্ত স্লাইস ও স্ম্যাশের কোনও জবাব ছিল না ইহানের কাছে৷
ফাইনালে সাইনার লড়াই বিশ্বের ১২ নম্বর ব্যাডমিন্টন তারকা লি জুয়েরুইয়ের সঙ্গে৷ সামনে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হাতছানি৷ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ উঠেছিল তাঁর হাতে৷ রিও-তে আসবে কি সোনা? সাইনার ফর্ম দেখে কিন্তু আশায় বুক বাঁধছেন দেশের মানুষ৷
অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে পৌঁছলেন সাইনা নেহওয়াল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2016 03:51 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -