হায়দরাবাদ: প্রাক্তন কোচ পুল্লেলা গোপীচাঁদ অ্যাকাডেমিতে ফিরছেন সাইনা নেহওয়াল। আজ ট্যুইটারে নিজেই একথা জানিয়েছেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী তারকা শাটলার। সাইনা লিখেছেন, ‘কিছুদিন ধরেই গোপীচাঁদ অ্যাকাডেমিতে ট্রেনিং নেওয়ার কথা ভাবছিলাম। গোপী স্যারের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছি। তিনি ফের আমার কোচিং করাতে রাজি হওয়ায় তাঁর কাছে কৃতজ্ঞ। আমার মনে হয়, উনিই আমার লক্ষ্যপূরণে সাহায্য করবেন।’


২০১৪-তে ইনচিওন এশিয়ান গেমসের আগেই সাইনা-গোপীচাঁদের বিচ্ছেদ হয়। তারপর থেকে বিমল কুমারের কাছেই অনুশীলন করছিলেন সাইনা। তবে তিনি এবার পুরনো কোচের কাছেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বিমলকে ধন্যবাদ জানিয়ে সাইনা বলেছেন,‘গত তিন বছর ধরে কোচিং করানোর জন্য বিমল কুমারের কাছে আমি কৃতজ্ঞ। ২০১৫ ও ২০১৭-তে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদক জয় ও সুপার সিরিজ খেতাব জিততে সাহায্য করেছেন তিনি।’


দীর্ঘদিন ধরেই সাইনাকে ভোগাচ্ছিল হাঁটুর চোট। সেই কারণেই রিও অলিম্পিক্স থেকে ছিটকে যান তিনি। চোট সারিয়ে ঘুরে দাঁড়িয়েছেন হায়দরাবাদি শাটলার। এ বছর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন তিনি। আরও এগিয়ে যেতে চান সাইনা। সেক্ষেত্রে গোপীচাঁদের সাহায্য চাইছেন তিনি।