হায়দরাবাদ: হাঁটুর চোট সারিয়ে আগামী মাসে কোর্টে ফিরছেন ভারতের অন্যতম সেরা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। রিও অলিম্পিকের পর চিন ওপেনই এই হায়দরাবাদি তারকার প্রথম প্রতিযোগিতা হতে চলেছে। সাইনার বাবা হরবীর সিংহ এই খবর জানিয়েছেন।
রিও অলিম্পিকের শুরুতেই ডান হাঁটুতে মারাত্মক চোট পান সাইনা। এর ফলে অলিম্পিকের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া সাইনাকে। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। এরপর রিহ্যাবের মাধ্যমে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন সাইনা। তিনি চলতি সপ্তাহ থেকে অনুশীলনও শুরু করেছেন। ১২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে চিন ওপেন। তার আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আশায় সাইনা।
গত বছর চিন ওপেনে রানার আপ হন সাইনা। ২০১৪ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। পয়া টুর্নামেন্ট নিয়ে স্বভাবতই আশাবাদী বিশ্ব র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা সাইনা। সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলিটস কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ভারতের এই শাটলার। তবে ৬ নভেম্বরের বৈঠকে তিনি যোগ দিতে পারবেন না বলেই জানিয়েছেন হরবীর।
আগামী মাসে কোর্টে ফিরছেন সাইনা
Web Desk, ABP Ananda
Updated at:
20 Oct 2016 05:46 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -