দুবাই: গালা পার্টি দুবাইয়ে। পরিবারপরিজন, বন্ধুবান্ধবদের সঙ্গে জন্মদিনের জাঁকজমক পূর্ণ পার্টির সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ধোনি-পত্নীর জন্মদিন বলে কথা। তাই তাক লাগানো আয়োজন যে হবে তা প্রায় বলাই বাহুল্য। কিন্তু করোনা-কাল, তাই লোকেশনটাও সতর্কতার সঙ্গে বেছেছেন ধোনি দম্পতি।



বৃহস্পতিবারে ৩২-এ পা দিয়েছেন সাক্ষী ধোনি। করোনা-কালে বার্থ ডে পার্টি, ঘনিষ্ঠ পরিমণ্ডলে পালন করলেও সেই পার্টিতেই দেখা গেল সাক্ষীর পাশেই দাঁড়িয়ে রয়েছেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক।ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যতই টানটান উত্তেজনা বা প্রতিদ্বন্দ্বিতার বাতাবরণ থাকুক, যতই ধোনি বা শোয়েব ২২ গজে মুখোমুখি লড়ুন, তাঁদের বন্ধুত্ব সুবিদিত। সেই বন্ধুত্বের বন্ধন যে এখনও অটুট, এদিনের ছবি তা আরও একবার প্রমাণ করল। দুই বন্ধু-পত্নী একসঙ্গে ছবি তুলেছেন।সে সব ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেছেন সানিয়া মির্জা।

করোনার জেরে এখন খানিকটা হালকা শিডিউল রয়েছে ধোনি-শোয়েবের। করোনা কালে সানিয়ার তেমন ব্যস্ত শিডিউলে নেই। বরং হায়দরাবাদে বাবা-মায়ের সঙ্গে খানিক ছুটির মেজাজে রয়েছেন টেনিস-তারকা। ফলে সাক্ষীর বার্থ ডে পার্টিতে হাজির হতে তিনিও পৌঁছে গিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনিকেও সম্প্রতি দুবাইয়ে ছুটি কাটাতে দেখা গিয়েছে ধোনি-সাক্ষী ও তাঁদের কন্যা জিভাকে।স্ত্রীয়ের জন্মদিন পালন করে তাঁরা ফিরে এসেছেন রাঁচিতে।