নয়াদিল্লি: ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। শনিবার, ক্যাপ্টেন কুল-এর পোস্টের প্রেক্ষিতে স্রেফ ইমোজি পোস্ট করেছিলেন। কিন্তু, রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন চিঠির মাধ্যমে -এর সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানালেন উইকেটরক্ষক-ব্যাটসম্যানের স্ত্রী সাক্ষী ধোনি।





তিনি লেখেন, তুমি যা অর্জন করেছ, তার জন্য তোমার গর্ব হওয়া উচিত। খেলাকে নিজের সেরাটা দেওয়ার জন্য অভিনন্দন। আমি তোমার কৃতিত্বে গর্বিত। মানুষ হিসেবে তোমার জন্য গর্বিত। নিজের আবেগকে চিরবিদায় জানানোর সময় নিশ্চয় তুমি তোমার চোখের জলকে আটকে রেখেছিলে। তোমার স্বাস্থ্য, সুখ এবং সুন্দর ভবিষ্যতের কামনা করি।





মার্কিন কবি মায়া অ্যাঞ্জেলুর একটি উক্তি উদ্ধৃত করে সাক্ষী যোগ করেন, তুমি যা বলেছ, যা করেছ, মানুষ একদিন তা ভুলে যাবে। কিন্তু, তুমি ওদের কেমন ভাবিয়েছিলে, তা কেউ কোনওদিন ভুলবে না। সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা। তার সঙ্গে সঙ্গেই একটি ভিডিও পোস্ট করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। যাবতীয় জল্পনায় ইতি টেনে শনিবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। শনিবার সন্ধে ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করুন।