নয়াদিল্লি: গত এক দশকে যিনি মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন, ধোনিকে যিনি সবচেয়ে কাছ থেকে দেখেছেন, তিনি হলেন সাক্ষী ধোনি। মাহির জীবনের সকল উতর-চড়াইয়ের সাক্ষী থেকেছেন স্ত্রী সাক্ষী। ফলে, ধোনিকে তাঁর চেয়ে ভাল বোধহয় কেউ বুঝতে পারেন না।


সোশ্যাল মিডিয়ায় এমনিতে ৩৯ বছরের মাহি খুব বেশি সক্রিয় না হলেও, সাক্ষী ঠিক তার উল্টোটা। ধোনির সমর্থনে তাঁকে বহুবার সোচ্চার হতেও দেখা গিয়েছে। অথচ, প্রাক্তন ভারত অধিনায়কের অবসরগ্রহণ নিয়ে সাক্ষীকে দেখে গেল অন্য ভূমিকায়। ধোনির অবসর ঘোষণার প্রেক্ষিতে স্রেফ একটা ছোট্ট ও সাধারণ বার্তা দিয়েছেন সাক্ষী।


স্বাধীনতা দিবসেই কেরিয়ারের ইতি টানলেন মহেন্দ্র সিংহ ধোনি। শনিবার সন্ধেয় ইনস্টাগ্রামে ধোনি ঘোষণা করলেন, আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। শনিবার সন্ধে ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করুন।


ভারতের জার্সিতে দীর্ঘ ১৫টা বছর কাটানোর পর, ধোনি মনে করেছেন, এটাই অবসরের সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। এবার সীমিত ওভারের ক্রিকেটকেও আলবিদা জানালেন।


দেশের জার্সি গায়ে খেলেছেন ৩৫০ টি ওয়ান ডে। স্কোর ১০৭৭৩। ৯৮ টি২০ ম্যাচে করেছেন ১৬১৭ রান। ৯০ টি টেস্টে মোট রান ৪৮৭৬। আইপিএলেও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। এনে দিয়েছেন তিনটি আইপিএল খেতাব।



তাঁর আকস্মিক সিদ্ধান্তে অনেকেই স্তম্ভিত হয়ে যান। তাঁর অনেক অনুরাগী সিদ্ধান্ত বদলের আবেদনও করেন। কিন্তু সাক্ষী ছিলেন নিশ্চুপ। তিনি শুধু ধোনির পোস্টের কমেন্টে স্রেফ দুটি ইমোজি দিয়েই কাজ সারেন। অনেকেই হয়ত এই বিষয়টির মধ্যে কোনও গুরুত্ব খুঁজে নাও পেতে পারেন। কিন্তু, বাকিদের মতে, এই ছোট্ট ইমোজির মধ্যেও একটা জোরাল বার্তা দিয়েছেন সাক্ষী।


প্রথমে 'লাভ' ইমোজি দিয়েছেন তিনি। যার মাধ্যমে তিনি প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রতি তাঁর প্রশংসা এবং স্নেহ বুঝিয়েছেন। পরে 'নমস্কার' ইমোজির মাধ্য়মে তিনি সকল অনুরাগীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।